Viral News: বান্ধবীর জন্মদিনে আইফোন দিতে মায়ের গয়না চুরি নবম শ্রেণির পড়ুয়ার
Crime News: বেপাত্তা কিশোরকে ধরতে নাজেহাল পুলিশ। পরে ফাঁদ পেতে তাকে আটক করে পুলিশ
নয়াদিল্লি: 'যদি বল শাড়ি,
এক্ষুনি কিনে দিতে পারি
টিউশনি নিতে হবে জুটিয়ে,
শাঁসালো কোন বাড়ি'- চন্দ্রবিন্দুর 'যদি বল হ্যাঁ' গানটির মতোই হতে পারত। কিন্তু এক্ষেত্রে শর্টকাটে কাজ হাসিল করতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্র। চুরি করল মায়ের সোনার গয়না। উদ্দেশ্য বান্ধবীকে দামী আইফোন উপহার দেওয়া। কিন্তু মা থানায় অভিযোগ জানাতেই পর্দাফাঁস। পুলিশ তদন্ত করতেই ধরা পড়ে গেল কিশোর। ঘটনাস্থল দিল্লির নজফগড় এলাকা।
বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল সোনার কানের দুল, সোনার আংটি, সোনার চেন। কোথাও খুঁজেই পাচ্ছিলেন না। তারপরেই পুলিশের কাছে চুরির অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা। অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তারপরেই তদন্তে নামে পুলিশ। কিছুটা তদন্ত এগনোর পরেই পর্দাফাঁস করে পুলিশ। PTI- সূত্রের খবর, পুলিশের তদন্তে উঠে এসেছে ওই কিশোর তার মায়ের গয়নাগুলি কাকরোলা এলাকায় ২টি আলাদা সোনার দোকানে বেচেছিল। সেই টাকায় বান্ধবীর জন্মদিনে উপহার দিয়েছিল দামী আইফোন।
এই ঘটনায় এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি সোনার আংটি ও একটি কানের দুল।
দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ৩ অগাস্ট এক মহিলা বাড়িতে চুরিক অভিযোগ দায়ের করেছিলেন। ২ অগাস্ট চুরি হয়েছিল বলে জানিয়েছিলেন ওই মহিলা। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটি FIR দায়ের করে তদন্ত শুরু করে। দ্বারকার DCP জানিয়েছেন, অপরাধ যেখানে হয়েছে সেই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখা হয়েছিল। কোনওরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেখানেও কিছু মেলেনি বলে জানান তিনি। তারপরেই পুলিশের সন্দেহ হয় এই ঘটনায় জড়িত রয়েছে ঘরেরই কেউ। তারপরেই দেখা যায় যে চুরির অভিযোগের পরেই ওই মহিলার কিশোর ছেলে বেপাত্তা। স্কুলের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পিটিআই সূত্রের খবর, তারপরেই পুলিশ জানতে পারে যে ওই কিশোর ৫০ হাজার টাকার আইফোন কিনেছে। কিন্তু ওই কিশোরকে ধরা যাচ্ছিল না। সূত্র মারফত খবর আসে একদিন বাড়িতে আসবে ওই কিশোর। তারপরেই ফাঁজ পেতে ওই কিশোরকে ধরা হয়।
পিটিআই সূত্রের খবর, ওই কিশোরের বাবা মারা গিয়েছেন। পুলিশ সূত্রের খবর, পড়াশোনায় তেমন মনোযোগ নেই ওই কিশোরের। বান্ধবীকে উপহার দেওয়ার জন্য প্রথমে মায়ের কাছে চেয়েছিল সে। কিন্তু মা না বলে দেওয়ায় চুরি করে কাজ হাসিল করে সে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান