Dogs in Flight: সাধারণ আসনেই বিমানে জায়গা পাবে কুকুররা ! পাবে দারুণ খাবারও- নজিরবিহীন উদ্যোগ এই সংস্থার
Bark Air Dog Centric Airline: এর আগে বিমানে উড়ানের ক্ষেত্রে কুকুরদের (Dogs in Flight) গণ্য করা হত না। এই বিমানে কিন্তু কুকুরদের কোনও পণ্য বা বোঝা হিসেবে দেখা হয় না। কুকুরদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়।
Viral News: বিশ্বে এই প্রথম মানুষের সঙ্গে সঙ্গে তাদের পোষ্য কুকুরও চড়তে পারবে বিমানে। এই নতুন নজিরবিহীন উদ্যোগ চালু করল বার্ক এয়ার (Bark Air) নামের বিমান পরিষেবা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা মূলত একটি কুকুরের খেলনা নির্মাণকারী সংস্থা, যারা কিনা একটি জেট চার্টার সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করেছে এবং এই কুকুরদের (Dogs in Flight) জন্য বিমান পরিষেবা চালু করেছে। এই জেট এয়ার সার্ভিস মূলত মানুষের সঙ্গে সঙ্গে তাদের যে কোনও আকারের পোষ্যকে নিয়ে যেতে পারবে উড়ানে।
একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বার্ক এয়ার জানিয়েছে যে, গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলস পর্যন্ত এই প্রথমবার কুকুরদের সঙ্গে নিয়ে উড়ান সম্পূর্ণ করল এই সংস্থা। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে তার ক্যাপশনে সংস্থা লিখেছে, 'এখন ৩০ হাজার ফুট উচ্চতায় উড়ছি আমরা। আর এই উড়ান সম্পূর্ণ কুকুরদের সঙ্গে চলছে।'
এর আগে বিমানে উড়ানের ক্ষেত্রে কুকুরদের (Dogs in Flight) নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক রকম বিধি-নিষেধ ছিল। কুকুর সহ তাঁর খাঁচা বা কেনেলের ওজনের উপর ভিত্তি করে তাঁর টিকিটের দাম ধার্য করা হত। এমনকী মানুষের সঙ্গে সাধারণ আসনে বসতে পারত না কুকুররা। কার্গোতেও নিয়ে যাওয়া হত পোষ্যদের। তবে এই বিমানে কিন্তু কুকুরদের কোনও পণ্য বা বোঝা হিসেবে দেখা হয় না। কুকুরদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়। মানুষের মত সাধারণ আসনে চেপেই সফর করতে পারে কুকুররা। এই বিমান পরিষেবার মানসিকতাই মূলত 'ডগস ফার্স্ট' গোত্রের। বার্ক এয়ার সংস্থা আরও জানায়, দশ বছর লেগে গিয়েছে এই উদ্যোগ বাস্তুবায়িত হতে। তবে এবার সংস্থা জানিয়েছে যে খুব দায়িত্বের সঙ্গে তারা কুকুরদের অগ্রাধিকার দিয়ে বিমান উড়ানে নিয়ে যেতে পারবে।
এই পোস্টের কমেন্ট সেকশনে সংস্থার এই নজিরবিহীন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা। জনৈক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে জানান, 'এটা খুবই উত্তেজনাপূর্ণ। আমি কখনই আমার কুকুরকে কার্গোতে বন্দি করে নিয়ে যাব না।' অন্য একজন নেটিজেন এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'এটা সত্যিই একটা Pawful Flight। এখানে সব জাতের সব ধরনের কুকুর (Dogs in Flight) তাদের পূর্ণবয়স্ক মানুষ সহযাত্রীটির সঙ্গে অনায়াসে যেতে পারে।'
এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বার্ক এয়ার হল বিশ্বের প্রথম বিমান পরিষেবা সংস্থা যা তৈরিই হয়েছে কুকুরদের উড়ানের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে। তারপরে প্রাধান্য দেওয়া হয়েছে তাদের মানব সহযাত্রীদের। কুকুর এবং মানুষ যাতে খুব সুন্দর সহাবস্থানে উড়ানে যেতে পারে, সেই চেষ্টাই করা হয়েছে এখানে। এমনকী এই সংস্থা কুকুরদের জন্য চালু করেছে 'হোয়াইট প' সার্ভিস' যেখানে পোষ্য কুকুরটির জন্য নানারকম খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়। তাছাড়া এই বিমানে কুকুরদের প্রজাতি ও আকারের কোনও সীমা রাখা হয়নি।
আরও পড়ুন: Viral News: মুচকি হেসে নিজেকে এলিয়েন বললেন ইলন মাস্ক, নেপথ্যে কী কারণ ?