Viral News: মুচকি হেসে নিজেকে এলিয়েন বললেন ইলন মাস্ক, নেপথ্যে কী কারণ ?
Elon Musk Alien Comment: আগেও নাকি নিজেকে বারবার এলিয়েন বলে দাবি করেছেন ইলন মাস্ক। এবার একটা অনুষ্ঠানের মাঝে সার্টিফিকেট দেখানোর ইচ্ছেও প্রকাশ করলেন তিনি।
Elon Musk Alien Comment: নিজেকে এবার এলিয়েন বলে দাবি করলেন এক্স কর্তা ইলন মাস্ক। খামখেয়ালি নানা ভাবনাচিন্তার জন্য় মাঝে মাঝেই খবরের শিরোনামে স্থান করে নেন ইলন। এবারও তাঁর অন্যথা হল না। ভিভা টেকের একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন ইলন মাস্ক। সেই সময় অনুষ্ঠানটির সঞ্চালক তাঁকে তাঁর ‘দেশের বাড়ি’ কোথায় জিজ্ঞেস করেন। সেই সময়ই এমন উত্তর দেন তিনি।
কী প্রসঙ্গে হঠাৎ এমন কথা ?
নিজের খামখেয়ালি ভাবনা ও কথাবার্তার মাঝে মাঝেই খবরের শিরোনামে আসেন ইলন। তাঁকে নিয়ে বেশ চর্চাও হয়। এবারও আসলে সেই ঘটনাই ঘটেছে। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে যেসব চর্চাগুলি হয়, তার মধ্যে অন্যতম হল তিনি ভিনগ্রহের প্রাণী কি না। ইলনের কার্যকলাপ দেখেই তাঁর সম্পর্কে এমনটা চর্চা হয়। এই দিন অনুষ্ঠানে সঞ্চালক ভিডিয়ো কলে যোগ দেওয়া ইলনকে জিজ্ঞেস করেন, আপনাকে নিয়ে এমন গুজব শোনা যায়। আপনি নাকি ভিন গ্রহের প্রাণী। সত্যিই কি তাই ? এর উত্তরে ইলনকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ এই কথাটা একদম ঠিক। আমি ভিনগ্রহের প্রাণী। এই কথা আমি নিজেই বারবার বলে থাকি।’ ইলনের কথায়, তাঁর কাছে এর প্রমাণ সাপেক্ষে কোনও সার্টিফিকেট নেই। কিন্তু সার্টিফিকেট থাকলে তাও দেখিয়ে দিতেন বলে জানান এক্সের কর্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলনের বক্তব্য
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে ইলনকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর উত্তরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক ক্ষেত্রে ‘পলিটিক্যালি কারেক্ট’ অর্থাৎ মন রাখার মতো বুলি শেখানো হচ্ছে। এটি তাঁর মতে অনুচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স যা জানে বা করতে পারে, তাই তাকে করতে দেওয়া উচিত বলেই মনে করেন ইলন। ‘পলিটিক্যালি কারেক্ট’ অর্থাৎ মন রাখার মতো কথা বলালে সে মিথ্যেটাই শিখবে বলে তাঁর আশঙ্কা।
চাকরি কি কমবে ?
কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে কি চাকরি হারাবে বিশ্বের বিভিন্ন অংশের মানুষ। এই প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, চাকরি যেতেই পারে। বিশ্বের বড় অংশই চাকরি হারাবে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, সেই সময় এআই নিজেই সব কাজ করবে। চাকরি সেই সময় একটি বিকল্প হয়ে যাবে।
আরও পড়ুন - Viral News: আইফোন কিনে দিতে অক্ষম, শাস্তি দিল মেয়ে, রাস্তার মাঝে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন বাবা!
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।