Viral News:বাড়ির দেওয়ালে 'গুপ্তধন'! আশা জাগিয়েও লক্ষ্মী অধরা স্পেনের যুবকের
Spanish Man Gets 46 Lakhs: কথায় বলে কমলা বড় চঞ্চলা! স্পেনের তোনো পিনেইরো কি সে কথা হাড়ে হাড়ে টের পেলেন? নাহলে হাতের মধ্যে চলে আসা লক্ষ্মী এভাবে বেরিয়ে যান?
মাদ্রিদ: কথায় বলে কমলা বড় চঞ্চলা! স্পেনের (spain) তোনো পিনেইরো কি সে কথা হাড়ে হাড়ে টের পেলেন? নাহলে হাতের মধ্যে চলে আসা লক্ষ্মী এভাবে বেরিয়ে যান? নাহ, কোনও ধাঁধা বা গল্পকথা নয়। বাড়ি সারাতে গিয়ে দেওয়ালের মধ্যে ৪৭ হাজার পাউন্ডের (47 Thousand Pound) হদিশ পেয়েছিলেন তোনো। ছটি ক্যানিস্টার ভর্তি বিপুল নোট (note brimming with cannisters stashed in wall) নিয়ে তিনি ব্যাঙ্কে চলে যান সটান। কিন্তু ব্যাঙ্ক থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, নোটগুলি (notes have been discarded) চলবে না। সেগুলি অচল। তাই সেগুলি রদবদলও করা সম্ভব নয়। কিন্তু কোথা থেকে মিলল এই গুপ্তধন ?
কী ঘটেছিল?
যে বাড়ি থেকে গুপ্তধনের সন্ধান মিলেছে, সেটি প্রায় চার দশক পুরনো। এত দিন খালি পড়েছিল। তোনো জানালেন, সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুকে সেটির হদিশ পেয়েছিলেন। সেখানেই মেরামতির কাজ চলছিল। হঠাৎ ছটি ক্যানিস্টার ভর্তি নোটের হদিশ পান তিনি, যার মূল্য ৪৭ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় সাড়ে ৪৬ লক্ষ টাকা। বাড়ির সঙ্গে বিপুল অঙ্কের টাকাও পাওয়া যায় নাকি? প্রায় লাফাতে লাফাতে ব্যাঙ্কে যান স্পেনের যুবক। কিন্তু সেখানেই আশাভঙ্গ। তাঁকে জানানো হয়, নোটগুলি অচল। ২০০২ সালেই ব্যাঙ্ক অফ স্পেন ওই নোটগুলি নিষিদ্ধ করে দিয়েছে। তাই নেওয়া যাবে না। তবে সবটাই ব্যর্থ হয়নি। জানান, উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে কিছু নোট নতুন ছিল। সেগুলি থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা পেয়েছেন তোনো যা দিয়ে ছাদ মেরামতির কাজটুকু করা গিয়েছে। তাঁর কথায়, 'সম্ভবত আর্দ্রতার প্রভাব এড়াতেই নোটগুলি ক্যানিস্টারে রাখা হয়েছিল। কয়েকটি খারাপ হয়ে গিয়েছিল। তবে সবকটি নয়। সেগুলি ইস্ত্রি করে ভালো ভাবে রাখা ছিল।'
কী পরিকল্পনা...
বাড়ি মেরামতি করতে গিয়ে যে গুপ্তধনের পাওয়া গিয়েছিল, তা থেকে কয়েকটি নোট নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে চান স্পেনের যুবক। হয়তো লক্ষ্মীলাভের যে আশা দেখা গিয়েছিল, তার পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু গোটা অভিজ্ঞতাটা দুরন্ত। সেই স্মৃতি ভুলতে চান না তোনো। প্রসঙ্গত, গত সপ্তাহের গোড়াতেই ব্রিটেনের ওয়ারউইকশায়ারের এক বাসিন্দা মেটাল ডিটেক্টরের সাহায্য়ে এক ঐতিহাসিক বস্তুর সন্ধান পান। টিউডর বংশের রাজা অষ্টম হেনরি এবং তাঁর প্রথম স্ত্রী, ক্যাথেরিনের প্রতীক দেওয়া একটি সোনার পেনডেন্ট উদ্ধার হয় ওয়ারউইকশায়ার থেকে। চার্লি ক্লার্ক নামে এক বাসিন্দা ওই পেনডেন্টটি উদ্ধার করেন। তার পর থেকেই হইচই গোটা এলাকায়।
আরও পড়ুন:ট্রেনের সূচিতে বড় বদল, হাওড়া থেকে ছাড়বে কোন সময়ে?