Viral Video: ন্যানোয় সওয়ার রতন টাটা, নেই দেহরক্ষী, সহায়ক, মুহূর্তে ভাইরাল ভিডিও
Ratan Tata: ন্যানো গাড়িতে সওয়ার রতন টাটার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
নয়াদিল্লি: সাম্রাজ্যের মালিকানা হাতে পাওয়া নয় শুধু, বহু বছর ধরে তা ধরেও রেখেছেন। কিন্তু সাদামাটা জীবন যাপনেই যে অভ্যস্ত তিনি, আরও একবার তা প্রমাণ করলেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। ভারতের বাজারে জাগুয়ার, ল্যান্ড রোভারের মতো বিলাসবহুল গাড়ির আবির্ভাবও তাঁর হাত ধরেই। সেই রতন টাটাই তাজ হোটেলে (Taj Hotel) ঢুকলেন একলাখি ন্যানো গাড়িতে (Nano Car)। তাঁর এই বিনয়ী আচরণ ফের একবার মন জয় করে নিয়েছে সকলের (Viral Video)।
ফের মন জিতলেন রতন টাটা
ন্যানো গাড়িতে সওয়ার রতন টাটার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। কেউ তাঁকে ‘বিনয়ী’ বলে উল্লেখ করেছেন, কেউ ‘মহাপুরুষ’, কেউ আবার ‘মাটির মানুষ’ আখ্যা দিয়েছেন। আজকের প্রজন্মের রতন টাটাকে দেখে শেখা উচিত বলে মত নেট জগতের মানুষের। মুম্বইয়ের এক আলোকচিত্রশিল্পী ভিডিওটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ন্যানো গাড়িতে চেপে তাজ হোটেলে এসে পৌঁছন রতন টাটা। সঙ্গে না ছিল কোনও দেহরক্ষী, না কোনও হোটেল কর্মী।
Ratan Tata arrives at Taj Mumbai in a Nano sitting in front seat with his driver. No security either. Exemplary simplicity personified. 💯👏🏾 pic.twitter.com/XAbyLLoCpt
— Maya (@Sharanyashettyy) May 17, 2022
রতন টাটার স্বপ্নের প্রকল্প ন্যানো নিয়েই লিখে ফেলা যায় আস্ত উপাখ্যান। প্রথমে বাংলার সিঙ্গুরেই ন্যানো তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু জমি আন্দোলনের আবহে সেই প্রকল্পের বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় ন্যানো। এত ঝঞ্ঝাটের পরও তবে ন্যানোর প্রতি প্রায়শই নিজের ভালবাসার কথা তুলে ধরেন তিনি। সম্প্রতি ন্যানোর ছবি তুলে ধরে নেটমাধ্যমে তিনি জানান, ন্যানো চিরকালই মানুষের গাড়ি ছিল এবং থাকবে।
আরও পড়ুন: Startup India: স্টার্টআপ থেকেই জোগান অক্সিজেনের, বেকারত্ব ঘোচাতে যেতে হবে আরও অনেক দূর
ন্যানোর ভাবনা রতন টাটার নিজের
ন্যানোর ইতিবৃত্ত তুলে ধরতে গিয়ে রতন টাকা জানান, স্কুটারে সওয়ার মধ্যবিত্ত ভারতীয়, বাবা-মায়ের মধ্যে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়া শিশুদের দেখেই ন্যানো তৈরির ভাবনা আসে, যাতে সাধারণ পরিবারও চার চাকায় চেপে, যে কোনও রাস্তায় বিচরণ করতে পারেন।