Influencers Reel: মন্দিরের পুণ্য জলাশয়ে পা ডুবিয়ে রিল! ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা, প্রাঙ্গণ পরিশোধন শুরু!
Instagram Influencers: জানানো হয়েছে, এক অ-হিন্দু মহিলা ভ্লগার মন্দিরের পুকুরে পা ধুয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। সেই কারণেই মন্দিরের আচার-বিধি লঙ্ঘিত হয়েছে।

নয়া দিল্লি: বেশিরভাগ মন্দির প্রাঙ্গণে সাধারণত ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। অনেকসময় সেই নিয়ম মেনে চলেন অনেকে। কিন্তু অনেক জায়গাতেই সোশাল মিডিয়ায় ভিডিও কিংবা রিল বানানো চলতে থাকে। এবার কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে এমনই একটি ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রাক্তন বিগ বস মালায়ালাম প্রতিযোগী জেসমিন জাফরের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিল একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে, যার ফলে মন্দির কর্তৃপক্ষ ছয় দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু করেছে।
জানানো হয়েছে, এক অ-হিন্দু মহিলা ভ্লগার মন্দিরের পুকুরে পা ধুয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। সেই কারণেই মন্দিরের আচার-বিধি লঙ্ঘিত হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই শুদ্ধিকরণ করা হয়েছে।
জেসমিন মন্দিরের পবিত্র পুকুরে পা ডুবিয়ে রিল বানান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক! জনরোষের পর, গুরুয়ায়ুর দেবস্বম জানিয়েছে, আজ থেকে শুরু হচ্ছে ১৮টি বিশেষ পূজা এবং ১৮টি শিবলি সহ ছয় দিনের শুদ্ধিকরণ অনুষ্ঠানের ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে, মন্দিরে দর্শন সীমিত থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই শুদ্ধিকরণে গত ছ’দিনের পুজো পুনরায় করা হবে। যার মধ্যে রয়েছে মোট ১৮টি পুজো ও ১৮টি শীভেলি।
দেবস্বম প্রশাসক ও বি অরুণকুমার গুরুয়ায়ুর মন্দির থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্দির পুকুরের পবিত্রতা লঙ্ঘন ছাড়াও এটি হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধাচরণ, যেখানে মন্দিরের নির্দিষ্ট অঞ্চলে ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
উল্লেখ্য, মন্দির প্রাঙ্গণে নিয়ম লঙ্ঘন করার ঘটনা এই বছরে এটাই প্রথম নয়। সম্প্রতি, তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আন্নামালাই মন্দিরে বসে এক ব্যক্তি আমিষ খাবার খাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে মন্দিরের বাইরের প্রাঙ্গণে। সেখানে ভক্তদের উপস্থিতিতে ওই ব্যক্তিকে খাবার খেতে দেখা যায়।
এদিকে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে, জেসমিন জাফর জনসমক্ষে ক্ষমা চেয়ে বলেন, তার কর্মকাণ্ড তাঁর অজ্ঞতা থেকে হয়েছে। কারও ভাবাবেগকে আঘাত করার কোনও উদ্দেশ্য তার ছিল না। গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দির হল কেরালার গুরুভায়ুরের ছোট্ট শহরে অবস্থিত ভগবান গুরুভায়ুরাপ্পনের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয়।






















