(Source: Poll of Polls)
International Biodiversity Day: জলবায়ু বদলে কোপ জীববৈচিত্র্যে, সচেতন করে আজকের দিনটি
Biological Diversity: জীববৈচিত্র্যের গুরুত্বের কথা তুলে ধরতে বেছে নেওয়া হয়েছে ২২ মে দিনটি। এই দিনটিতেই পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি।
কলকাতা: পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীববৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তার কথা বলে থাকেন বিজ্ঞানীরা। কিন্তু শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গেই গুরুত্বের প্রশ্নে পিছনেই থেকেছে পরিবেশ। পরিবেশ দূষণ একদিকে বেড়ে চলেছে, তার সঙ্গে হাত মিলিয়েই ক্রমশ বিপদের মুখে পড়েছে প্রাণী ও উদ্ভিদজগত। পরিস্থিতি এমন হয়েছে যে জীববৈচিত্র্যের ক্ষতি নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সচেতনতার জন্য ২০০০ সালে ডিসেম্বর মাসে একটি বিশেষ দিনের কথা বলে UN General Assembly. জীববৈচিত্র্যের গুরুত্বের কথা তুলে ধরতে বেছে নেওয়া হয় ২২ মে দিনটি। এই দিনটিতেই পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি (International Day for Biological Diversity)। বিশ্বের জীববৈচিত্র্যের উপর ঘনীভূত বিপদ নিয়ে সচেতনতা তৈরি করা, বিপদ কাটিয়ে কীভাবে পরিস্থিতি অনুকূল করা যাবে তা নিয়ে সচেতনতা প্রচার করতেই বেছে নেওয়া হয়েছে ২২মে দিনটি।
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক কী রকম হবে? পরিবেশ বাঁচিয়ে কীভাবে এগোবে সমাজ? এরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করে United Nations General Assembly.দিন দিন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে। তা সত্ত্বেও প্রকৃতি নির্ভরতা যাতে না কমে। সুস্থ জীবনের জন্য যে সুস্থ বাস্তুতন্ত্র এবং দূষণহীন পরিবেশ প্রয়োজন, সেই বার্তা দিয়ে সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়।
কবে প্রথম পদক্ষেপ:
২০০০ সালে United Nations General Assembly-একটি রেজোলিউশন নেয়। সেখানেই বলা হয়েছিল ২২মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি হিসেবে পালন করা হবে। ১৯৯২ সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি (Convention on Biological Diversity) অ্যাডাপ্ট করা হয়েছিল। এদিন সেটিও স্মরণ করা হয়। ২০০০ সালের আগে এই দিনটি পালিত হল ২৯ ডিসেম্বর।
পরিবেশ বাঁচানোর জন্য জীববৈচিত্র্যের ভাল থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিজ্ঞানের উন্নতির সঙ্গে মানব ও পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে। দূষণ বেড়েছ, তার জন্য কোপ পড়েছে জীবহ বৈচিত্র্যের উপর। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, মেরুপ্রদেশের বরফ হলে যাওয়া-সহ গোটা বিশ্বের জলবায়ু বদল। এই কারণেই এখন একাধিক প্রাণী ও উদ্ভিদ লুপ্ত হওয়ার মুখে। এর ফলেই খাদ্যের ঘাটতির মতো বিষয়টিও রয়েছে। যার ফলেও আশঙ্কা বাড়ছে জীব বৈচিত্র্যের নষ্ট হয়ে যাওয়া নিয়ে।
বিশেষ থিম:
এই দিনটির জন্য একটি থিমও বেছে নেওয়া হয়েছে। এই বছরের জন্য থিম 'Building a shared future for all life'. সামনেই ইউএন বায়োডাইভার্সিটি কনফারেন্স রয়েছে।