Viral News: রাশিয়া-ইউক্রেন সঙ্কট নিয়ে ৬ ভাষায় 'রিপোর্টিং', মুহূর্তে ভাইরাল সাংবাদিক
Viral News: সাংবাদিক নিজেই সোমবার তাঁর ট্যুইটার হ্যান্ডলে কাজের মন্তাজ তৈরি করে পোস্ট করেন, যা একদিনে ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এখনও পর্যন্ত, ভিডিওটি ৯.১ মিলিয়ন ব্যবহারকারী দেখেছেন।
নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন সঙ্কট (Russia-Ukraine crisis) দর্শকদের সামনে তুলে ধরতে গিয়ে এবার ভাইরাল হলেন এক সাংবাদিক (Viral Reporter)। সোশ্যাল মিডিয়ায় হুড়মুড়িয়ে শেয়ার হচ্ছে তাঁর 'রিপোর্টিং' ভিডিও। কিন্তু কেন? কী এমন সাংঘাতিক করলেন সেই প্রতিবেদক?
শিরোনামে থাকা এই সাংবাদিকের নাম ফিলিপ ক্রাউথার (Philip Crowther)। রাশিয়া-ইউক্রেন সঙ্কট সম্পর্কিত সমস্ত আপডেট দর্শকদের কাছে তিনি মোট ছ'টি ভিন্ন ভাষায় তুলে ধরেছেন। হ্যাঁ! ঠিকই পড়লেন। একটা-দুটো নয়, ছয়টি আলাদা ভাষা।
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ঘটনাক্রমের প্রতিবেদন দিচ্ছিলেন ওই সাংবাদিক। তিনি আন্তর্জাতিক সংস্থা 'দ্য অ্যাসোসিয়েটেড প্রেস'-এ আন্তর্জাতিক অধিভুক্ত সংবাদদাতা হিসেবে কাজ করেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের জন্য রাশিয়া-ইউক্রেন সঙ্কটের বর্ণনা করতে গিয়ে তিনি একাধারে ইংরেজি, লুক্সেমবর্গিশ, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসী ও জার্মান ভাষায় রিপোর্টিং করেন।
সাংবাদিক নিজেই সোমবার তাঁর ট্যুইটার হ্যান্ডলে কাজের মন্তাজ তৈরি করে পোস্ট করেন, যা একদিনে ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এখনও পর্যন্ত, ভিডিওটি ৯.১ মিলিয়ন ব্যবহারকারী দেখেছেন।
Six-language coverage from #Kyiv with @AP_GMS. In this order: English, Luxembourgish, Spanish, Portuguese, French, and German. pic.twitter.com/kyEg0aCCoT
— Philip Crowther (@PhilipinDC) February 21, 2022
ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন সেই ভিডিও।
View this post on Instagram
সাংবাদিকের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ বিভিন্ন ভাষায় কভারেজের ভিডিওগুলি ভাগ করেন।
সোশ্যাল মিডিয়া অনুযায়ী ক্রাউথার ২০০৬ সালে কর্মজীবনে পা রাখেন। 'এল প্যারিস উরুগুয়ে'-তে ক্রীড়া সাংবাদিক হিসেবে যোগ দেন। তিনি লুক্সেমবার্গে জন্মেছেন। তাঁর বাবা ব্রিটিশ ও মা জার্মান। আপাতত তিনি ওয়াশিংটন ডিসি-তে থাকেন।
আরও পড়ুন: Crude Oil Price: রাশিয়া-ইউক্রেন সঙ্কট আবহ, বিশ্ববাজারে তেলের দাম উঠল সর্বোচ্চ পর্যায়ে