Viral News: বাগদানের 'আংটি' তুলে আনতে মহাসাগরে ঝাঁপ, ফ্লরিডার যুবককে নিয়ে হইচই নেটদুনিয়ায়
Man Jumps Into Ocean:অ্যাটলান্টিক মহাসাগর, বোট, সূর্যাস্ত, সঙ্গে প্রেমিকা! বাগদানের জন্য 'প্রোপোজ' করার আদর্শ সময়। হাঁটু গেড়ে সেটাই করতে যাচ্ছিলেন স্কট ক্লাইন। হঠাৎ বিপত্তি।
তাল্লাহাসে (ফ্লরিডা): অ্যাটলান্টিক মহাসাগর (atlantic ocean), বোট, সূর্যাস্ত (Sunset), সঙ্গে প্রেমিকা (girlfriend)! বাগদানের (engagement) জন্য 'প্রোপোজ' (propose) করার আদর্শ সময়। হাঁটু গেড়ে সেটাই করতে যাচ্ছিলেন স্কট ক্লাইন। হঠাৎ বিপত্তি। হাত ফসকে আংটি-সমেত (ring) গোটা বাক্স অ্য়াটলান্টিকের জলে পড়ে (fell) গেল। এবার? তবে কি এত আয়োজন নিরর্থক হয়ে যাবে? কিছু না ভেবেই কনকনে ঠাণ্ডা জলে ঝাঁপ (dive) দিলেন স্কট। অতঃপর...'বিজয়হাসি'। কিন্তু মহাসাগরের জল থেকে যে ভাবে তিনি আংটি তুলে (brought back) এনে 'প্রোপোজ'-পর্ব শেষ করলেন তাতে মুগ্ধ নেটদুনিয়া (net)।
কী হয়েছিল?
ফ্লরিডার বাসিন্দা স্কট ক্লাইনকে নিয়ে আপাতত মেতে রয়েছেন নেটিজেনদের অনেকেই। নিজের ফেসবুক প্রোফাইলেই গোটা ঘটনাটির ভিডিও দিয়েছেন তিনি। কী দেখা যাচ্ছে তাতে? বান্ধবী সুজি টাকারকে নিয়ে দুরন্ত দৃশ্য উপভোগ করছেন স্কট। প্রথম দর্শনে অনেকেরই 'টাইটানিক' ছবির জ্য়াক-রোজের কথা মনে পড়ে যেতে পারে। ফিল্মে জাহাজের ডেকের সামনে দুই তরুণ-তরুণীকে যে ভাবে হাত মেলে দাঁড়াতে দেখা গিয়েছিল, সেই ভাবেই দাঁড়িয়েছিলেন সুজির সঙ্গে দাঁড়িয়েছিলেন স্কট। কী আশ্চর্য সমাপতন! ফিল্মের গল্পের মতো এখানেও সামনে সেই অ্য়াটলান্টিক। সূর্যাস্ত হচ্ছে, দুহাত মেলে সেই দৃশ্য উপভোগ করছেন দুজন। হঠাৎ পকেট থেকে একটি বাক্স বের করে আংটি পরাতে গেলেন স্কট। কিন্তু একী! মুহূর্তের মধ্যে সেটি ফসকে গিয়ে পড়ে অ্যাটলান্টিক মহাসাগরের জলে। ঢেউয়ের সঙ্গে তাল রাখতে পারেননি স্কট। তাতেই বিপত্তি।
কিন্তু জীবনের এক অমূল্য মুহূর্ত তো এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। কিছু না ভেবেই অ্যাটলান্টিক মহাসাগরের কনকনে জলে ঝাঁপ দিলেন ফ্লরিডার বাসিন্দা ওই যুবক। প্রেমের কাছে হার মানল মহাসাগরের জলের তোড়। বাগদানের আংটি পেয়ে গেলেন তিনি।
ক্যামেরাবন্দি করলেন কে?
এমন বাগদান-পর্বটি ক্যামেরাবন্দি করেছিলেন ওই যুবকেরই এক বন্ধু। তিনিই স্কটকে বোটে তুলতে সাহায্য় করেন। পরিস্থিতি কিছুটা ঠিকঠাক হলে হাঁটু গেড়ে বসে সুজিকে 'প্রোপোজ'- করেন যুবক। সুজি অবশ্যই সায় দিয়েছেন স্কটের প্রস্তাবে। কিন্তু গোটা ঘটনায় হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় তাঁর। পরে এক মার্কিন দৈনিককে স্কট বলেন, 'ডেকে ধাক্কা খেয়ে আংটিটা ছিটকে পড়ে গিয়েছিল। তবে ভাগ্যক্রমে কিছুক্ষণ জলের উপর ভেসেছিল। তাই ঝাঁপ দিয়েই ওটা তুলে আনার সময় পেয়েছি। তবে তার পর সবটা মনে নেই। শুধুমাত্র আংটিটা উদ্ধার করার কথাই মাথায় এসেছিল। মহাসাগরে যে ঝাঁপ দিচ্ছি, এটা তখন খেয়ালই করিনি। বরাতজোরে ওটা ফেরত পেয়েছি।'
আরও পড়ুন:ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা