Madhya Pradesh News: কুকুরের নাম ‘শর্মাজি’, প্রতিবেশীকে হেয় করতে? ধুন্ধুমার কাণ্ড, শেষে থানায় যেতে হল
Dog Named Sharmaji: মধ্যপ্রদেশের ইন্দৌরের শিব সিটি থেকে এই ঘটনা সামনে এসেছে।

ইন্দৌর: একই পাড়ায় বসবাস। অথচ মুখ দেখাদেখি নেই। পরস্পরকে সহ্যই করতে পারতেন না এতদিন। দুই প্রতিবেশীর সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। একজনের বিরুদ্ধে থানায় গেলেন অন্য় জন। অভিযোগ, পোষ্যর নাম রাখতে গিয়ে একজন অন্য জনের পদবী বেছে নিয়েছেন। সেই নিয়ে বচসা, মারামারিও হল দু’জনের মধ্যে। (Madhya Pradesh News)
মধ্যপ্রদেশের ইন্দৌরের শিব সিটি থেকে এই ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা এত চরমে ওঠে যে, বচসা থেকে হাতাহাতি, মারামারি শুরু হয়ে যায়। থানায় এফআইআর দায়ের হয় শেষ পর্যন্ত। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। (Dog Named Sharmaji)
জানা গিয়েছে, ভূপেন্দ্র সিংহ এবং বীরেন্দ্র শর্মা পরস্পরের প্রতিবেশী। পাশাপাশি বাস করলেও, মুখ দেখাদেখি বন্ধ ছিল তাঁদের। পরস্পরকে এড়িয়ে চলতেন তিনি। কিন্তু সম্প্রতি একটি পোষ্য বাড়িতে আনেন ভূপেন্দ্র। পোষ্যর নাম রাখেন ‘শর্মাজি’। আর তাতেই আগুনে ঘি পড়ে শর্মা পরিবার।
ভূপেন্দ্র পোষ্য সারমেয়র নাম ‘শর্মাজি’ রেখেছেন জানতে পেরে ক্ষুব্ধ হন বীরেন্দ্রর স্ত্রী কিরণ। তাঁদের বিদ্রুপ করতেই পোষ্যর এমন নাম রাখা হয়েছে বলে বলে বদ্ধমূল ধারণা জন্মায় তাঁদের। বন্ধুদের সামনে পোষ্যকে নিয়ে এমন কিছু কথা বলেন ভূপেন্দ্র, যা আসলে বীরেন্দ্রর উদ্দেশে টিপ্পনি বলে মনে হয় কিরণের।
এর পর সরাসরি ভূপেন্দ্রর মুখোমপখি হন কিরণ। কী ভেবে পোষ্যর এমন নাম রাখলেন ভূপেন্দ্র, জানতে চান তিনি। সেই নিয়ে বচসা বাঁধে তাঁদের মধ্যে। পরিস্থিতি এমন হয় যে গালিগালাজও শুরু হয়ে যায়। কিরণের দাবি, দুই বন্ধুকে নিয়ে তাঁর ও বীরেন্দ্রর উপর হামলা করেন ভূপেন্দ্র। তাঁদের গায়ে হাত তোলা হয়।
সংবাদমাধ্যনে বীরেন্দ্র বলেন, “ইচ্ছাকৃত ভাবে কুকুরের এমন নাম রেখেছে। বন্ধুদের সামনে কটূক্তিও করছিল ও। কিরণ আপত্তি জানালে ওরা চড়াও হয়। গালিগালাজ করে, মারধর করে।” তাঁরা আহত হয়েছেন বলে দাবি কিরণ ও বীরেন্দ্রর। কিরণ জানিয়েছেন, তিনি তিন সন্তানের মা। তাঁর মাথা ঠুকে দেওয়া হয়েছে দেওয়ালে। গায়ে পেট্রোলও ঢেলে দেওয়া হয়। পরিবারের লোকজন ছুটে না এলে আগুনব ধরিয়ে দেওয়া হতো গায়ে।
এর পর রাজেন্দ্রনগর থানায় ভূপেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বীরেন্দ্র ও কিরণ। অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সার্কল অফিসার একে চতুর্বেদী জানান, নাগিনা দেহাত থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






















