Odisha: ৪০ বছর আগে স্কুলছুট ! ৫৮ বছরে দশম শ্রেণির পরীক্ষা দিতে এলেন বিধায়ক
Offbeat News: পারিবারিক কারণে ১৯৭৮ সালে পড়াশোনা ছেড়েছিলেন তিনি। 'বোধদয় হল' ৪০ বছর পর।
Offbeat News: পারিবারিক কারণে ১৯৭৮ সালে পড়াশোনা ছেড়েছিলেন তিনি। 'বোধদয় হল' ৪০ বছর পর। ৫৮ বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষা দিতে এলেন ওড়িশার বিধায়ক। সত্যিই শিক্ষার কোনও বয়স হয় না !
Offbeat News: বিধায়কের বিদ্যালাভ
ছোটবেলার ফেলা আসা কাজ সম্পূর্ণ করছেন বড়বেলায়। 'লোকলজ্জার' কথা না ভেবে নিজেই বলছেন-'শিক্ষার কোনও বয়স হয় না'। তাইতো শুক্রবার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণির পরীক্ষায় বসলেন ওড়িশার বিজেডি বিধায়ক অঙ্গদ কানহার। ফুলবনির বিজু জনতা দলের এই বিধায়কের কর্মকাণ্ড সাহস জুগিয়েছে রাজ্যবাসীর মনে।
Viral News: কী বলছেন বিধায়ক ?
সম্প্রতি রুজাঙ্গি হাইস্কুলে নিজের দুই বন্ধুকে নিয়ে পরীক্ষা দিতে আসেন বিজেডির বিধায়ক। ইংরেজি পরীক্ষায় বসার আগে কানহার বলেন, "১৯৭৮ সালে দশম শ্রেণিতে পড়তাম। সেই সময় পারিবারিক কারণে আর পরীক্ষা দিয়ে ওঠা হয়নি।কদিন আগেই জানতে পারলাম, পঞ্চাশোর্ধ্ব অনেকেই ফের পরীক্ষায় বসছেন। সেই কথা শুনেই আমিও বোর্ডের পরীক্ষা দিতে চলে এলাম। মনে হল, পরীক্ষায় বসার কোনও বয়স হয় না , কারণ শিক্ষারই কোনও বয়স হয় না।''
Offbeat News: বিধায়ক যখন পরীক্ষার্থী
বিধায়ক পরীক্ষা দিতে আসায় স্বাভাবিকভাবেই আলাদা পরিবেশ তৈরি হয়েছে স্কুলে। এ প্রসঙ্গে রুজাঙ্গি হাইস্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা বাস জানিয়েছেন, বিধায়ক একা নন- বড়দের বোর্ড পরীক্ষার্থীর তালিকায় বসেছেন অনেকেই। যাদের মধ্যে বিধায়কের এক বন্ধুও রয়েছেন। যিনি আবার পঞ্চায়েত প্রধান। এই 'ওপেন স্কুল এক্সাম'-এ সব মিলিয়ে ৬৩ জন পরীক্ষায় বসেছেন। যাদের সবাই কোনও না কোনও কারণে মাঝপথেই লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। এখন বোর্ডের পরীক্ষায় বসে নিজেদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করছেন তাঁরা। আগামী ১০ মে এই পরীক্ষা শেষ হবে সবার। সব মিলিয়ে এবার ওড়িশার বোর্ড পরীক্ষায় বসেছে ৫.৮ লক্ষ পরীক্ষার্থী।
আরও পড়ুন : Viral video: মাঝআকাশে বিমান বদলের চেষ্টা, ঝাঁপ দিলেন দুই 'পাইলট'