Viral Video: বিমানবন্দরে গিয়ে এ কী করলেন যাত্রী! ব্যাগ নিয়ে সটান ঢুকে পড়লেন 'লাগেজ স্ক্যানারে', ভাইরাল ভিডিও
Viral: জানা গিয়েছে, এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছিল। তবে পুরনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। সেই ভাবেই এই ভিডিও ফের একবার ভাইরাল হয়েছে।
Viral News: বিমানবন্দরে প্রথমবার একা সফর করতে গিয়ে অনেকেরই অনেক ধরনের মজার অভিজ্ঞতা হয়েছে। আসলে ঠিক কী করবেন আর কী করবেন না তা বুঝতে উঠতেই সময় লেগে যায়। তাতেই হয় বিপত্তি। হয়তো জানা জিনিসও অজানা লাগে আপনার। যে কাজ আগেও করেছেন তা করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। তবে এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। ট্যুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছিল। তবে পুরনো ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। সেই ভাবেই এই ভিডিও ফের একবার ভাইরাল হয়েছে। Tansu Yegen এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে।
দেখে নিন মজার ভাইরাল ভিডিও
His first time at an airport 🤦♂️ pic.twitter.com/B07b9P3ZbK
— Tansu YEĞEN (@TansuYegen) December 21, 2022
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ঢুকছেন এয়ারপোর্টে। তিনি পৌঁছে গিয়েছেন 'লাগেজ স্ক্যানার'- এর কাছে। সাধারণত যাত্রীরা নিজেদের লাগেহ অর্থাৎ ব্যাগপত্র স্ক্যানারের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাশে অপেক্ষা করেন। তারপর ব্যাগ স্ক্যান হয়ে গেলে তা বেরিয়ে আসে কাউন্টারে এবং সেখান থেকে যাত্রীরা সংগ্রহ করে নেন। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। ব্যাগ সমেত তিনি নিজেই চড়ে বসেছিলেন লাগেজ স্ক্যানারের চলমান অংশের উপর। তারপর দেখা গিয়েছে ভিতরে ব্যাগ সমেত স্ক্যান হয়ে কাউন্টারে বেরিয়ে আসছেন তিনি। এই ভাইরাল ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, নিশ্চয় প্রথমবার বিমানবন্দরে এসেছিলেন এই ব্যক্তি। তাও আবার একা। সব মিলিয়ে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তাই বোধহয় ঠিক বুঝে উঠতে পারেননি যে কী করা উচিত।
বিমানবন্দরের ওই অংশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল গোটা কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়ার অন্যান্য অনেক মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। এই ভাইরাল ভিডিও দেখে মজার মজার কমেন্ট করেছেন নেটিজেনদের অনেকেই। এই ভিডিও ২০১৯ সালের। অর্থাৎ প্রায় ৩ বছরের পুরনো।
আরও পড়ুন- বিপদের মুখে মা, উপস্থিত বুদ্ধি দিয়ে বাঁচাল একরত্তি ছেলে, ভাইরাল ভিডিও