Viral Video: দাঁতাল হাতির পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
Viral: কোনও কিছুর পরোয়া না করেই ক্রমাগত হাতিটিকে উত্যক্ত করে গিয়েছেন ওই লোকেরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Viral Video: জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটি সুবিশাল দাঁতাল হাতি (Elephant)। আর তাকে ঘিরে মোবাইল বাগিয়ে এগিয়ে চলেছে একদম অত্যুৎসাহী লোকজন। হাতির সঙ্গে সেলফি তোলায় তাঁদের লক্ষ্য। এদিকে অত লোক দেখে ভয় পেয়েছে হাতিটি। উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করেছে সে। গজরাজের আচার আচরণে বোঝা গিয়েছে যে লোকের ভিড় দেখে ক্ষিপ্ত হয়েছে সে। সম্প্রতি এমন একটি ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক (IFS Officer) সুপ্রিয়া সাহু। বন্যপ্রাণ প্রেমীরা সবসময়েই বলে থাকেন যে মানুষ বন-জঙ্গলে বেড়াতে গেলেও বন্যপ্রাণীদের থেকে যতটা দূরে থাকবেন ততই বিষয়টা দু'পক্ষের জন্য মঙ্গলজনক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অতি উৎসাহ নিয়ে পশুপাখীদের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান পর্যটকরা। আর তাতেই ঘটে বিপত্তি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
No shortage of hair brained people who just wish to risk their life for a selfie with a wild elephant.'chakka komban" the #elephant from Munnar,Kerala is gracious enough to pardon their foolishness as a dedicated forest watcher is closely guarding him to ensure his safe passage pic.twitter.com/VcIAGCXCY0
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 30, 2022
বন্যপ্রাণীদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারাত্মক বিপদ ঘটেছে, এমন নজির এদেশে কম নয়। জনস্বার্থে প্রচুর সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও আমজনতার বেশিরভাগেরই টনক নড়েনি। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই ভাইরাল ভিডিওতেও। তবে এখানে দেখা গিয়েছে এক সহৃদয় ব্যক্তিকে। যিনি স্কুটি থামিয়ে হাতিটির কাছাকাছি আদঁড়িয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। ওই ব্যক্তি বনবিভাগেরই কর্মী। কিন্তু তাঁর আশ্বাসবাণীতেও কাজ হয়নি তেমন। লোকের ভিড় দেখে বিরক্ত, ক্ষুব্ধ এবং ভীত হাতিটি এলাকা ছেড়ে পালাতে চেয়েছে। তখনও আশপাশের কিছু মানুষের উৎসাহে ভাটা পড়েনি। মোবাইল নিয়ে হাতির সঙ্গে ছবি, সেলফি তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁরা। নেটিজেনরা এই ভিডিও দেখে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন। ওই ব্যক্তিদের বিচার, বুদ্ধি, বিবেচনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। হাতিটির কাছে ফোন নিয়ে ছবি তুলতে গিয়ে যে অতি উৎসাহী পর্যটকরা সাংঘাতিক বিপদের সম্মুখীন হতে পারতেন সেকথাও অস্বীকার করেননি তাঁরা।
কিন্তু কোনও কিছুর পরোয়া না করেই ক্রমাগত হাতিটিকে উত্যক্ত করে গিয়েছেন ওই লোকেরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট ভিউয়ের সংখ্যা। তবে এই ভাইরাল ভিডিওতে হাতিটির সঙ্গে যে আচরণ করা হয়েছে তা দেখে মোটেই খুশি হননি নেটিজেনরা। এমনকি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আইএফএস অফিসার সুপ্রিয়া সাহুও।
আরও পড়ুন- ডাইনি নাকি? হ্যালোউইন উপলক্ষ্যে নাসার 'উইচ হেড নেবুলা'-র ছবিতে হইচই নেটদুনিয়ায়






















