Philippines : সশরীরে না থেকেও সঙ্গী, স্ত্রী-র ছবি দেওয়া বালিশ নিয়ে ভ্রমণে তরুণ !
Vacation with wife's Face : যেখানেই ঘুরতে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন স্ত্রী-র মুখ দেওয়া সেই বালিশ। তুলে নিয়েছেন একসঙ্গে ছবিও।
নয়া দিল্লি : বেড়াতে (Vacation) যেতে কার না ভাল লাগে ! পরিকল্পনা করে বেরোলে তো কথাই নেই । আনন্দের মুহূর্ত উপভোগ করা আরও পরিকল্পনামাফিক হয়ে ওঠে। তবে, সঙ্গে থাকতে হবে কাছের মানুষদের। পরিবারকে। ভালবাসার মানুষটি সঙ্গে থাকলে তো আর কথাই নেই। জমিয়ে দর্শনীয় স্থান ঘুরে দেখা, খাওয়া-দাওয়া...এসবের যেন 'অন্ত' থাকে না। এহেন পরিকল্পনাই যখন ভেস্তে যায়...মন খারাপ হয় বৈকি।
ঠিক এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল ফিলিপ্পিন্সের (Philippines) তরুণ রেমন্ড ফর্চুনাদোকে। কিন্তু, তাতেও তিনি দমবার 'পাত্র' নন।
আরও পড়ুন ; সাফাইকর্মী থেকে স্টেট ব্যাঙ্কের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, প্রতীক্ষা মানেই প্রেরণা
ঘটনাটা কী ?
রেমন্ড ফর্চুনাদো । ফিলিপ্পিন্সের এই তরুণ সস্ত্রীক পালাওয়ানের করোনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অনেক আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলেন তাঁরা। কিন্তু, শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। ছুটি বাতিল করতে হয় স্ত্রী জোয়ানি ফর্চুনাদোকে। যদিও ছুটি বাতিল করেননি রেমন্ড। কিন্তু, স্ত্রী-র অভাব বোধ হবে । তাই, বিশেষ পরিকল্পনা। স্ত্রীকে সশরীরে না হলেও, সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। কীভাবে ? একটা বালিশকে নিজের ভ্রমণ-সঙ্গী করেন রেমন্ড। যে বালিশে স্ত্রী-র মুখের ছবি রয়েছে। বিশ্বাস হচ্ছে না ? দেখুন তাহলে সেই ছবি...
যেখানেই ঘুরতে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন স্ত্রী-র মুখ দেওয়া সেই বালিশ। তুলে নিয়েছেন একসঙ্গে ছবিও।
আর এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন...'ভীষণ মজার'। কেউ আবার লিখছেন, 'কী সুন্দর', তো কেউ মন্তব্য করেছেন...'লাকি গার্ল'।
স্ত্রী-র ছবি দেওয়া সেই বালিশের একাধিক ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রেমন্ড। তাঁর সাঁতার কাটার সঙ্গীও হয়েছে সেই বালিশ। এমনকী একটা ছবিতে দেখা যাচ্ছে, কোভিড প্রোটোকল মেনে চলার জন্য বালিশের তাপমাত্রাও পরীক্ষা করাচ্ছেন রেমন্ড। অর্থাৎ বালিশই এখানে তাঁর স্ত্রী-র 'বিকল্প' কি না!