Ayodhya Ram Temple: রং পাল্টে গেরুয়া, বনেটে রাম মন্দিরের ছবি! রাম-ভক্তিতে ভোলবদল শখের গাড়ির
Ram Mandir Inauguration: গুজরাতের এই বাসিন্দা রামের ভক্তিতে পাল্টে ফেলেছেন নিজের বিলাসবহুল গাড়ির রং। গাড়ির গায়ে রয়েছে রামের ছবি

কলকাতা: অযোধ্যায় (Ayodhya Ram Mandir) রাম মন্দির উদ্বোধন নিয়ে সাজ সাজ রব। দেশ-বিদেশ থেকে অযোধ্যায় এসেছেন বহু উৎসাহী। কেউ গায়ে এঁকেছেন রামের নামে উল্কি। কেউ নিয়ে এসেছেন উপহার। অযোধ্যায় না এলেও রামের জন্য নানা কাজ করেছেন বহু ভক্ত। এমনই একজন সিদ্ধার্থ দোশি। গুজরাতের এই বাসিন্দা রামের ভক্তিতে পাল্টে ফেলেছেন নিজের বিলাসবহুল গাড়ির রং।
যে সে গাড়ি নয়, সিদ্ধার্থ দোশির পছন্দের গাড়িটি জাগুয়ার (jaguar)। সেই গাড়ির রং এখন গেরুয়া। শুরু রং বদলই হয়নি, তার সঙ্গে সেই গাড়িতে আঁকা হয়েছে রামের ছবি। রয়েছে রামায়ণের কাহিনির ছবিও। গাড়ির গায়ে ফুটে উঠেছে রাম মন্দিরের ছবিও। বনেটে জায়গা পেয়েছে রাম মন্দিরের ছবিও। গাড়ির গায়েও লেখা রয়েছে সংস্কৃত শ্লোক।
সুরাত থেকে অযোধ্যার পথে রয়েছেন সিদ্ধার্থ দোশি। ইতিমধ্য়েই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন তিনি। যাত্রাপথের নানা মুহূর্ত এবং ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। একটি পোস্টে দেখা গিয়েছে গুজরাতের আনন্দের সাংসদ মিতেশ প্যাটেল তাঁর সঙ্গে ছবি তুলেছেন। আর একটি পোস্টে দেখা যাচ্ছে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি তাঁর সঙ্গে ছবি তুলেছেন।
View this post on Instagram
নিজের গাড়ির রূপবদল এই প্রথমবার করেনি সিদ্ধার্থ দোশি (Siddharth Doshi)। গত বছর ভারতে G20-এর আয়োজন করার সময়েও সেই থিমে নিজের জাগুয়ারের রূপ বদল করেছিলেন তিনি। সচেতনতা প্রচারের জন্য়ই এই কাজ করেছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ভারতে G20 মিটিংয়ের জন্য তিনি গর্বিত তাই এই কাজ করেছিলেন।
পেশায় ব্যবসায়ী সিদ্ধার্থ দোশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অনুরাগী। সেই সময়েই সুরাত থেকে দিল্লি গাড়ি চালিয়ে G20 মিটিংয়ের গুরুত্ব প্রচার করেছিলেন তিনি। সেই সময় ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'এটা আমাদের কাথে খুব গর্বের যে ভারত G20 মিটিং আয়োজন করেছে। আমি আমার গাড়ির মাধ্যমে বার্তা দিচ্ছি যে এই বিষয়টি আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ।'
এর আগে স্বাধীনতার অমৃত মহোৎসবের থিমেও তাঁর গাড়ি সাজিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মমতার ডাকে সংহতি মিছিল! কোন রাস্তা নিয়ে কখন যাবে? যানজট এড়াবেন কীভাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
