Offbeat News: যিনি রাজ্য 'সামলান', তিনি ডাক্তারিও করেন! অন্য ভূমিকায় প্রাণ বাঁচালেন তেলঙ্গানার রাজ্যপাল
Telagana Governor: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন! প্রবাদটা একটু পাল্টে নেওয়া যাক? যদি এমন বলা হয়, যিনি রাজ্য় 'সামলান' তিনি ডাক্তারিও করেন! ধাঁধা মনে হচ্ছে তো?তা হলে তামিলিসাই সৌন্দরারাজনের কথা শুনুন।
অমরাবতী: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন! প্রবাদটা একটু পাল্টে নেওয়া যাক? যদি এমন বলা হয়, যিনি রাজ্য় 'সামলান' তিনি ডাক্তারিও করেন! ধাঁধা মনে হচ্ছে তো?তা হলে তামিলিসাই সৌন্দরারাজনের কথা শুনুন।
অন্য রূপে রাজ্যপাল...
জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত নাম তামিলিসাই সৌন্দরারাজন। ২০১৯ সাল থেকে তেলঙ্গানার (Telangana) রাজ্যপাল (Governor) পদের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু এসবের পাশাপাশি তিনি যে এক জন ডাক্তার (doctor), সে কথা ভোলেননি। শুধু তাই নয়, হালে এক সহযাত্রী (co passenger) অসুস্থ (sick) হয়ে পড়লে তাঁকে দেখতে এগিয়েও এসেছিলেন সৌন্দরারাজন। খবরটি প্রকাশ্যে আসতেই তেলঙ্গানার রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। আরও একটু খোলসা করা যাক তা হলে?
কী হয়েছিল?
গত শুক্রবার মাঝরাতে দিল্লি থেকে হায়দরবাদ ফিরছিল একটি বেসরকারি উড়ান সংস্থার বিমান। তাতে ছিলেন অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার কৃপানন্দ ত্রিপাঠী উজেলা। হঠাতই অসুস্থ বোধ করতে থাকেন এডিজি (সড়ক নিরাপত্তা)-র দায়িত্বে থাকা কৃপানন্দ। বিমান তখন মাঝ আকাশে। কী করণীয় এবার?সহযাত্রীর অসুস্থতার কথা জানতে পেরে নিজের থেকেই এগিয়ে আসেন তামিলিসাই সৌন্দরারাজন। পরীক্ষা করে দেখে সামনের দিকে কিছুটা ঝুঁকে বসতে বলেন তাঁকে। ওই আইপিএস অফিসারের কথায়, 'আমার হার্টরেট সেই সময়ে ৩৯ দেখাচ্ছিল।...মাননীয়া রাজ্যপাল সেই সময় বিমানে না থাকলে আমি বেঁচে ফিরতাম না। উনি নতুন জীবন দিয়েছেন আমাকে।' হায়দরাবাদে বিমান নামতেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় উজেলাকে। ধরা পড়ে ডেঙ্গি হয়েছে তাঁর। প্লেটলেট ১৪ হাজারে নেমে গিয়েছে। এখন তিনি চিকিৎসাধীন। তবে হাসপাতালে ভর্তি অবস্থাতেও বার বার তেলঙ্গানার রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি।
রাজ্যের সাংবিধানিক অভিভাবককে সে দিন চিকিৎসক রূপে দেখে অভিভূত নেটিজেনরাও। সে কারণেই ঘুরেফিরে সেই পুরনো প্রবাদটাই আলোচনায় চলে আসছে । 'যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন' বা 'এক্ষেত্রে যিনি রাজ্য় 'সামলান' তিনি ডাক্তারিও করেন!'
আরও পড়ুন:পার্থ-অর্পিতা গ্রেফতারিতে উত্তাল রাজ্য-রাজনীতি, সোশাল মিডিয়া ভরেছে মিমে