Viral Video: মাঝ আকাশে থেকেই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কনফারেন্স কলে প্রায় ঘণ্টাখানেক কথা পাইলটের, তাও হল না শেষরক্ষা
Viral News: মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনাবাহিনীর এফ-৩৬ যুদ্ধ বিমানটি আলাস্কার Eielson Air Force Base- এ আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। তবে পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন, সেটাই সুখবর।

Viral Video: মাঝ-আকাশে থেকেই ৫০ মিনিট ধরে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন কনফারেন্স কলে। যুদ্ধবিমানের একটি গুরুতর ত্রুটি মিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন মার্কিন বায়ুসেনার ওই পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই যুদ্ধ বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু রানওয়েতে আছড়ে পড়েছে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়েছে সেখানে। ঘটেছে বড় বিস্ফোরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার এফ-৩৫ যুদ্ধ বিমানের পাইলটের সঙ্গে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা। এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখান দেখা গিয়েছে, মাঝ-আকাশ থেকে সটান আলাস্কার রানওয়েতে আছড়ে পড়ল ওই যুদ্ধ বিমানটি। তবে প্যারাশ্যুটের সাহায্যে নিরাপদেই মাটিতে নেমে এসেছেন পাইলট। চলতি বছরের শুরুর দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন- এর এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ বিমানটি একদম সামনের অংশ এবং হাইড্রলিক লাইনে বরফ জমে যাওয়ার কারণেই, বিমানটি ভেঙে পড়ে। টেক-অফের পরেই পাইলট বুঝতে পারেন বিমানে সমস্যা রয়েছে। ল্যান্ডিং গিয়ার রিট্র্যাক্ট করার চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু পারেননি। এরপর আবারও বিমানটিকে অবতরণের চেষ্টা করা হলে, প্লেনের 'নোজ গিয়ার' লক হয়ে যায়। সমস্যা সমাধানের চেষ্টা করলে প্লেনটি এমন পরিস্থিতিতে পৌঁছে যায়, যাতে পাইলটের মনে হয়েছিল যুদ্ধ-বিমানটি মাটিতে পড়ে রয়েছে। এরপর বেস- এ উড়ে যাওয়ার জন্য ৫ জন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা শুরু করেন পাইলট। প্রায় এক ঘণ্টা ধরে মাঝ-আকাশে উড়তে থাকাকালীনই ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে, সমস্যা সমাধানে চেষ্টা করতে থাকেন পাইলট।
An F-35 fighter jet crashed Tuesday on a flightline on Eielson Air Force Base around 1 pm local time. The pilot successfully ejected and survived 🙏
— Thenewarea51 (@thenewarea51) January 29, 2025
The 355th Fighter Squadron and the 356th Fighter Squadron are both based there. pic.twitter.com/GjlhN2Vj8P
শেষ পর্যন্ত যুদ্ধ বিমানের সমস্যা না মিটলেও সফলভাবে ককপিট থেকে ইমার্জেন্সি ইজেক্ট করতে পেরেছিলেন পাইলট। তার জেরেই এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে আগুন ধরে যায়। আকাশে থাকাকালীনও বারংবার যুদ্ধ বিমান জানান দিচ্ছিল যে, সেটি মাটিতেই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনাবাহিনীর এফ-৩৫ যুদ্ধ বিমানটি আলাস্কার Eielson Air Force Base- এ আছড়ে পড়েছিল বলে জানা গিয়েছে। তবে পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন, সেটাই সুখবর।






















