MRI Scan: MRI করাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ ! এই এক ভুলে মেশিনে টেনে নিল রোগীকে; ল্যাবেই মর্মান্তিক মৃত্যু
MRI Machine: নাসাউ কাউন্টি পুলিশ বিভাগের তরফে বলা হয়েছে একটি স্ক্যান করানোর সময় এমআরআই রুমে ঢুকেছিলেন এই ব্যক্তি। আর তখনই ঘটে বিপদ।

নিউ ইয়র্ক: ৬১ বছর বয়স্ক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। নিউ ইয়র্কে এমআরআই করাতে গিয়েছিলেন এই প্রবীণ ব্যক্তি। ভুলবশত গলায় পড়া ছিল একটি ধাতব চেন। আর তাতেই ভয়ঙ্কর বিপত্তি ! সক্রিয় এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং মেশিনে সেই রোগীকে ঢোকাতেই মেশিনের (MRI Machine) প্রবল চৌম্বকক্ষেত্র তাকে টেনে ভিতরে নিয়ে নেয় এবং এতে গুরুতর চোট পান তিনি। পরে পুলিশ জানিয়েছে যে সেই ব্যক্তির (Death News) মৃত্যু হয়েছে।
নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ওপেন এমআরআই সেন্টারে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে নাসাউ কাউন্টি পুলিশ বিভাগের তরফে বলা হয়েছে একটি স্ক্যান করানোর সময় এমআরআই রুমে ঢুকেছিলেন এই ব্যক্তি। আর তখনই এমআরআই মেশিনের প্রবল চৌম্বকক্ষেত্র তাঁর গলার সেই ধাতব নেকলেসটি টেনে নেয় এবং ভয়ঙ্করভাবে মেশিনটি তার ভিতরে সেই ব্যক্তিকে টানতে থাকে।
পুলিশ জানিয়েছে যে এমআরআই মেশিনের প্রবল শক্তিশালী চৌম্বকীয় আকর্ষণের কারণে তখনই মেডিক্যাল এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় এবং লোকটির অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। এই ধরনের এমআরআই স্ক্যানারগুলি শরীরের অভ্যন্তরের বিস্তারিত চিত্র তৈরি করতে শক্তিশালী চৌম্বকক্ষেত্র অর্থাৎ রেডিও তরঙ্গ ব্যবহার করে। তবে স্ক্যানের স্থানে কোনও ধাতব বস্তু উপস্থিত থাকলে এগুলি গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
শুক্রবার নাসাউ ওপেন এমআরআই সংস্থার একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও মন্তব্য মেলেনি। পোশাক পরা ধাতব বস্তু নিয়ে চলমান স্ক্যানের মাঝখানে কীভাবে সেই ব্যক্তি রুমের মাঝখানে প্রবেশ করেছিলেন, তা জানা যায়নি। কারণ কঠোর নিয়ম অনুসারে সাধারণত এমআরআই স্ক্যান চলমান এমন কক্ষে ধাতব বস্তুর উপস্থিতি নিষিদ্ধ।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল ইমেজিং অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং সংস্থা সতর্ক করেছে যে এমআরআই মেশিনগুলি ভারি বস্তুগুলিকে ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী চৌম্বকীয় বল প্রয়োগ করে থাকে। এমনকী তারা জানিয়েছে যে চৌম্বকীয় ক্ষেত্র এতটাই শক্তিশালী হতে পারে যে ঘরের মধ্যে ধাতব চেয়ার থাকলে তা শূন্য তুলে ছুঁড়ে ফেলতে পারে এই চৌম্বকশক্তি। লোহার বস্তু, ইস্পাত এবং অন্যান্য কিছু ধরনের ধাতব বস্তুর উপরে এই চৌম্বকশক্তি প্রবলভাবে কাজ করে।






















