Uttar Pradesh News: চারচাকার গাড়িতেও হেলমেট পরা চাই? চালান কাটল পুলিশ, অভিনব উপায়ে বিদ্রোহ অধ্যাপকের
Viral News: আগ্রার রাস্তায় হেলমেট পরিহিত অবস্থায় ওই ব্যক্তিকে গাড়িতে বসে থাকতে দেখে থমকে দাঁড়ান অনেকেই।

লখনউ: চারচাকার ভিতর হেলমেট পরে বসে চালক। সেই অবস্থাতেই স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার রাস্তায় এমনই দৃশ্য চোখে পড়ল। হেলমেট পরে চারচাকার গাড়ি চালানোর যে ব্যাখ্য়া দিয়েছেন তিনি, তা শুনে থ নেটদুনিয়া। (Viral News)
আগ্রার রাস্তায় হেলমেট পরিহিত অবস্থায় ওই ব্যক্তিকে গাড়িতে বসে থাকতে দেখে থমকে দাঁড়ান অনেকেই। সাহস করে এগিয়ে যান কয়েক জন। কেন এমন আচরণ জানতে চাওয়া হয় তাঁর কাছে। আর তাতেই আসল কারণ খোলসা করেন ওই ব্যক্তি। (Uttar Pradesh News)
গুলশন কেন নামের ওই ব্যক্তি জানিয়েছেন, গত ২৬ নভেম্বর তাঁকে জরিমানা করে পুলিশ। গুনে গুনে ১১০০ টাকা দিতে হয়। জরিমানার কারণ দেখানো হয় যে তিনি গাড়ি চালানোর সময় মাথায় হেলমেট পরেননি। চারচাকার গাড়িতে হেলমেট পরার কী দরকার, জানতে চেয়েও লাভ হয়নি। জরিমানার টাকা দিতে হয়।
তাই বিদ্রোহ-স্বরূপই হেলমেট পরে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন গুলশন। তাঁর কথায়, “সিটবেল্ট বাঁধা ছিল আমার। তার পরও হেলমেট না পরার জন্য জরিমানা করে পুলিশ। গাড়িতে বসেছিলাম। অথচ হেলমেট না পরার জন্য চালান কাটে।”
A teacher from Agra was fined for not wearing helmet inside a car
— 𝕲𝖆𝖓𝖊𝖘𝖍 * (@ggganeshh) December 9, 2025
Post that incident, he now wears a helmet
Magical Amritkaalpic.twitter.com/wXkHqZ0wTt
গুলশন জানিয়েছেন, তিনি পেশায় অধ্যাপক। দেশের আইন-কানুনের প্রতি ভরসা আছে। আইনের অনুগত নাগরিক তিনি। তাই এখন থেকে হেলমেট পরে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের যেমন চালান কেটেছে, তিনিও হেলমেট পরে গাড়ি চালাবেন বলে জানিয়েছেন গুলশন। প্রশাসনের কাছে কোনও আর্জি আছে কি না জানতে চাইলে বলেন, “সাধারণ মানুষের দিকে একটু মুখ তুলে তাকান।”
গুলশন জানিয়েছেন, চালান কাটার পর থেকেই হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন তিনি। গাড়ির আগের মালিকের থেকে নিজের নামে রেজিস্ট্রেশন হস্তান্তরের আবেদনও জানিয়েছেন। চালানের জেরে RTO-ও রেজিস্ট্রেশন হস্তান্তর করতে রাজি নয় বলে দাবি তাঁর। গুলশন জানিয়েছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি আছে তাঁর। ছাত্রছাত্রীদের আইন পালনের জ্ঞান দেন। তা অথচ তাঁর সঙ্গেই অন্যায় হয়েছে। এ নিয়ে ডিসিপি সোনম কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে কোনও অভিযোগ আসেনি তাঁর কাছে। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। তবে হেলমেট পরে গাড়ি চালানোর গুলশনের ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।






















