Viral News: 'বাচ্চাদের থেকে সাবধান!' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কনের 'চকোলেট' সাজ
Offbeat News: ইনস্টাগ্রামে এক মেকআপ আর্টিস্ট তাঁর প্রোফাইলে এক কনের সাজ শেয়ার করেছেন। কনের চুলের লম্বা বিনুনি শুরু থেকে শেষ পর্যন্ত মোড়ানো নানা ধরনের চকোলেটে। কী নেই সেখানে!?
নয়াদিল্লি: বিয়ের দিন (Wedding Day)। বিশেষ দিন (Special Day)। প্রত্যেক কনেই চান, এই দিন যেন তাঁকেই সবচেয়ে সুন্দর দেখতে লাগে। সেই কারণে প্রস্তুতি পর্বও চলে বহু আগে থেকে। ভিড়ের মধ্যেও আকর্ষণের কেন্দ্রবিন্দু (center of attraction) হয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা চলে। তবে নিজেকে আলাদা করে তুলতে গিয়ে এমন আজব কাণ্ড কেউ ঘটাতে পারে? নেট দুনিয়ায় কতকিছুই না অদ্ভুত ঘটে থাকে। এবার ভাইরাল হলেন এক কনে, বা আরও ভাল করে বললে, কনের বিশেষ সাজ (bride)। এমন কী রয়েছে তাঁর সাজে?
কনের 'ভাইরাল' সাজ
সোশ্যাল মিডিয়ায় যাঁরা সক্রিয় তাঁরা বিভিন্ন সময় নানা ধরনের অদ্ভুত ফ্যাশন আইডিয়া (fashion idea) পেয়ে থাকেন। এবার ভাইরাল হলেন এক কনের সাজের কন্যা, তাঁর অদেখা 'হেয়ারস্টাইল'-এর জন্য (viral hairstyle)। কী রয়েছে তাতে এমন?
ইনস্টাগ্রামে এক মেকআপ আর্টিস্ট তাঁর প্রোফাইলে এক কনের সাজ শেয়ার করেছেন। কনের চুলের লম্বা বিনুনি শুরু থেকে শেষ পর্যন্ত মোড়ানো নানা ধরনের চকোলেটে (Chocolate)। কী নেই সেখানে! 'কিটক্যাট', '৫ স্টার', 'ফেরেরো রশার', 'মিল্কি বার' আরও কত কী! শুধু বিনুনিতেই নয়, মাথার সামনেও রয়েছে 'চকোলেট' মোড়া ডিজাইন। এছাড়াও কানের দুল, 'মাথা পট্টি', নেকলেস সবকিছুই চকোলেটের তৈরি। হলুদ লেহঙ্গার সঙ্গে এমন আজব গয়নাতেও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নতুন বউকে।
View this post on Instagram
আরও পড়ুন: Viral News: মাঝ আকাশে বিমানের জরুরি দরজা ধরে টানাটানি, তোলপাড় 'ইন্ডিগো'-র যাত্রীর কাণ্ডকারখানায়
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই নেটিজেনরা তা লুফে নিয়েছেন। ভিডিও পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লক্ষ। ভিউজের মাত্রা ৬ মিলিয়নও পেরিয়ে গেছে। আর সেই সঙ্গে ভরেছে কমেন্ট বক্সও। অনেকেই মজা করে লিখেছেন, 'এমনিতে আপনাকে সুন্দর দেখতে লাগছে কিন্তু বাচ্চাদের থেকে সাবধান!' আবার কেউ লিখেছেন, 'ছোটবেলায় বাড়িতে খেলার সময় এরকম করতাম আমরা। তাও পাতা দিয়ে ফুল বানাতাম, এরকম করিনি।' আবার একজন লিখেছেন, 'ভুল করেও বাচ্চাদের সামনে যেও না, হেয়ারস্টাইল পুরো নষ্ট করে দেবে কারণ ওরা তো বাচ্চা, ওরা কী বুঝবে যে এটা চুলের কায়দা, ওরা তো ভাববে টফির মানুষ হেঁটে যাচ্ছে, লুটে নাও।'