Viral Food Video: চা আর চকোলেট সস দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম! ভাইরাল ভিডিও দেখে 'ছি ছি' করছেন নেটিজেনরা
Ice Cream Roll: আইসক্রিম রোল তৈরির এই ভিডিও দেখেও বিরক্ত হয়েছেন নেটিজেনরা। চা এবং আইসক্রিম যে কোনওভাবেই একসঙ্গে খাপ খায় না, সেটাই বলেছেন নেটিজেনদের সকলে।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেক ধরনের ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও দেখে বেজায় বিরক্ত হন নেটিজেনরা। আজকাল ফিউশন ফুড ট্রেন্ডে রয়েছে। সেই জাতীয়ই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আইসক্রিম রোল তৈরি হচ্ছে চা এবং চকোলেট সস দিয়ে। এর আগে আইসক্রিম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা হয়েছে ম্যাগি নিয়ে। সেইসব ভাইরাল ভিডিও মোটেই ভালভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। আইসক্রিম রোল তৈরির এই ভিডিও দেখেও বিরক্ত হয়েছেন নেটিজেনরা। চা এবং আইসক্রিম যে কোনওভাবেই একসঙ্গে খাপ খায় না, সেটাই বলেছেন নেটিজেনদের সকলে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে এক ব্যক্তি আইসক্রিম রোল বানানোর প্লেটে ঢেলে দিলেন এককাপ দুধ-চা। তারপর তার মধ্যে একে একে মেশানো হল দুধ এবং চকোলেট সস। এবার যে পদ্ধতিতে আইসক্রিম রোল তৈরি করা হয় সেই পদ্ধতিতেই বানিয়ে নেওয়া হল আইসক্রিম রোল। সবশেষে চকোলেট সস এবং চকোলেট চিপ দিয়ে পরিবেশন করা হয়েছে ওই আইসক্রিম রোল। এমন চা মেশানো আইসক্রিম রোল মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। আর বেজায় চটেছেন আইসক্রিম প্রেমীরা।
দেখে নিন চা মিশিয়ে আইসক্রিম রোল তৈরির সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল আর একটি আজব খাবারের ভিডিও। সেখানে দেখা গিয়েছিল চকোলেট ফুচকা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দোকানি একটা কৌটো থেকে চকোলেট রঙের ফুচকা বের করেছেন। অর্থাৎ ফুচকার গায়ে চকোলেট কোটিং দেওয়া রয়েছে। এবার তার মধ্যে পুর হিসেবে ভেঙে দেওয়া হয়েছে ওরিও বিস্কুট। তারপর দেওয়া হয়েছে ভ্যানিলা আইসক্রিম। এরপর চকোলেট সস ছড়িয়ে দেওয়া হয়েছে। শেষে আবার দু'টুকরো কিটক্যাট দিয়ে সাজিয়ে তুলে দেওয়া হয়েছে খরিদ্দারের হাতে। এমনিতেই ফিউশন ফুড এখন ট্রেন্ড। সেই ছোঁয়া লেগেছে ফুচকার গায়েও। এমনিতে ফুচকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা একেবারেই পছন্দ করেন না নেটিজেনরা। তবে এই ফুচকা নিয়ে অনেকেই ভাল মন্তব্য করেছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন এই ফুচকাকে অনায়াসে ফিউশন মিষ্টির দলে ফেলা যায়। অর্থাৎ ফিউশন ডেজার্ট। তবে নেটিজেনদের একপক্ষ কিন্তু এখনও টকজল আর আলুমাখা সমেত ফুচকার দলেই ভোট দিয়েছেন। ওই ফুচকার সঙ্গে কারও কোনও তুলনা হবে না একথাই জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- বৃদ্ধ দম্পতির ভালোবাসা মন ভাল করবে আপনার, রইল ভাইরাল ভিডিও