Viral News: কেবিন ক্রু সেজে বিনা টিকিটে ১২০টি বিমানে ভ্রমণ, ৬ বছর পরে গ্রেফতার ৩৫-এর তরুণ !
Flight Attendant Scam: জালিয়াতির মাধ্যমে আমেরিকান এয়ারলাইনস, স্পিরিট ইউনাইটেড, ডেল্টা ও সাউথওয়েস্ট সহ প্রধান মার্কিন বিমান সংস্থাগুলিতে বিনামূল্যে ফ্লাইট বুক করেছিলেন এই তরুণ।

Big Scam: মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ বছর বয়সী তিরন আলেকজান্ডার নামে এক তরুণ সম্প্রতি মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। বিমানকর্মী সেজে ভুয়ো পরিচয়ে তিনি ১২০টিরও বেশি বিমানে বিনা টিকিটেই ভ্রমণ (Viral News) করেছেন বিগত ৬ বছর ধরে। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলেছিল এই জালিয়াতি। জানা গিয়েছে এই আলেকজান্ডার নামের তরুণ শুধুমাত্র ক্রুদের জন্য ফ্লাইট বুকিং সিস্টেম ব্যবহার করে কর্মচারীদের ভ্রমণের (Big Scam) সুবিধে কাজে লাগিয়েছিলেন। এর ফলে তিনি বেশ কয়েকটি প্রধান মার্কিন বিমান পরিষেবা সংস্থার বিমানে বিনামূল্যে বিনা টিকিটেই ভ্রমণের সুযোগ পেয়েছিলেন।
সংবাদসূত্রে জানা গিয়েছে যে এই তিরন আলেকজান্ডার নামের এই ব্যক্তি ২০১৫ সালের নভেম্বর মাস থেকে একটি বিমান সংস্থায় নিয়োজিত হলেও তিনি কখনও ফ্লাইট অ্যাটেনডেন্ট বা পাইলট হিসেবে কাজ করেননি। তাঁর বিরুদ্ধে বর্তমানে পরিকল্পিত জালিয়াতি এবং বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে, প্রতারণার মাত্রা ও দুঃসাহসের কারণে এই মামলা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
আদালতের নথিপত্র থেকে জানা যায়, তিরন আলেকজান্ডার জালিয়াতির মাধ্যমে আমেরিকান এয়ারলাইনস, স্পিরিট ইউনাইটেড, ডেল্টা ও সাউথওয়েস্ট সহ প্রধান মার্কিন বিমান সংস্থাগুলিতে বিনামূল্যে ফ্লাইট বুক করেছিলেন। শুধুমাত্র একটি বিমান সংস্থায় তিনি ফ্লাইট অ্যাটেনডেন্ট বা কর্মী সেজে ৩৪ বার ভ্রমণ করেছেন বিমানে। ৩০টি ভিন্ন ভিন্ন ব্যাজ নম্বর এবং হায়ারিং ডেট ব্যবহার করে এই কাজ করেছিলেন তিনি।
আদালতের প্রমাণাদি থেকে এও দেখা গিয়েছে যে আলেকজান্ডার আরও তিনটি বিমান সংস্থায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন। অবশেষে আলেকজান্ডার নিজে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে মিথ্যে দাবি করে ১২০টিরও বেশি ফ্লাইট বুক করেছিলেন সম্পূর্ণ বিনামূল্যে, মার্কিন আইনজীবীর অফিসের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।
পরিবহন নিরাপত্তা প্রশাসন (TSA) একটি বিবৃতি দিয়ে তিরন আলেকজান্ডারের দোষী সাব্যস্ত হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে যে তিরন আলেকজান্ডার জালিয়াতির মাধ্যমে বোর্ডিং পাস পেতে সক্ষম হয়েছেন, তবু তিনি আইডি চেক ও শারীরিক স্ক্রিনিং সহ সমস্ত স্ট্যান্ডার্ড টিএসএ সুরক্ষা নীতি অতিক্রম করেছেন এবং কোনও পর্যায়েই যাত্রীদের জন্য ঝুঁকির কারণ হননি।
রিপোর্ট বলছে আলেকজান্ডারকে এখন পরিকল্পিত জালিয়াতির জন্য ২০ বছরের কারাদণ্ড এবং সুরক্ষিত বিমানবন্দরের এলাকায় অবৈধভাবে প্রবেশের অপরাধে ১০ বছর অতিরিক্ত কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উভয় অভিযোগেই তিন বছরের তত্ত্বাবধানের পরে মুক্তি এবং ২.১৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তিরনের।





















