Viral News: পাকিস্তানে ১৯ বছরের তরুণীকে বিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধর! 'প্রাতঃভ্রমণে এসে দেখা, সেখান থেকেই প্রেম'!
Pakistan Viral News: ১৯ বছরের এক তরুণীর সঙ্গে বিয়ে সারলেন ৭০ বছর বয়সি লিয়াকত আলি। পাকিস্তানের ইউটিউবার সৈয়দ বাসিত আলী তাঁদের বিয়ের এই ভিডিওটি শেয়ার করেছেন ইউটিউবে।
নয়া দিল্লি: ভালবাসায় যে কোনও বয়স হয় না, তা আরও একবার প্রমাণ করে দেখাল পাকিস্তানের (Pakistan) এক দম্পতি (Couple)। অসম বয়সি বিয়ে নিয়ে যদিও নানা কথা উঠছে। তবে সমাজের প্রশ্ন, চোখরাঙানিকে উপেক্ষা করেই ১৯ বছরের এক তরুণীর সঙ্গে বিয়ে সারলেন ৭০ বছর বয়সি লিয়াকত আলি। পাকিস্তানের ইউটিউবার (Youtuber) সৈয়দ বাসিত আলী তাঁদের বিয়ের এই ভিডিওটি শেয়ার করেছেন ইউটিউবে।
সত্তরের লিয়াকত আর উনিশ বছরের শুমাইলার আলির প্রেমের গল্প ইন্টারনেট ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লিয়াকত জানিয়েছেন, লাহোরে প্রাতঃভ্রমণের সময় শুমাইলার সঙ্গে দেখা হয় তাঁর। সেখান থেকেই প্রেম। শুমাইলার থেকে প্রায় ৫০ বছরের বড় তিনি। জানান যে, প্রাতঃভ্রমণের সময় জগিং করার সময় গান গাইছিলেন তিনি। গানের সুরেলা গুঞ্জনই শুমাইলার মনে ধরে।
কিন্তু এমন অসম বয়সি বিয়েতে বাবা-মায়ের কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে শুমাইলা বলেন, প্রথমে পরিবারের সদস্যদের কাছ থেকে আপত্তি থাকলেও পরে তারা রাজি হন।
আরও পড়ুন, 'আমাকে রেগে যেতে বাধ্য করেছিল তাই মেরেছি', আদালতে দাবি আফতাবের
যদিও তরুণী বলেন যে প্রেম কখনই বয়স দেখে হয় না। হঠাৎই ঘটে যায়। শুমাইলার স্বামী লিয়াকতও একই মত পোষণ করেন। তিনিও বলেন, রোমান্সের ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। বৃদ্ধ কিংবা তরুণ এ ব্যাপারে কোনও প্রশ্নই আসে না। বৈধভাবে বিয়ে করার অনুমতি আছে এমন যে কেউ বিয়ে করতে পারে।
৭০ বছর বয়সি বৃদ্ধ বলেন তিনি মনে মনে এখনও তরুণ।
ইউটিউবে এই দম্পতির গল্প শেয়ার করা সৈয়দ বাসিত আলি প্রায়ই এমন ভিডিও তৈরি করেন। যার আগে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যাতে দেখা যায় ১৮ বছর বয়সি একটি মেয়ে ৫৫ বছর বয়সি একজনকে বিয়ে করেছে। সেখানেও যদিও মধ্যবয়সির প্রেমে গান শুনেই পাগল হয়েছিলেন তরুণী।