Viral News: 'আজব' স্বপ্নপূরণ! ১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়ে ভাইরাল ব্যক্তি
Viral News: নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন টোকো। ভাইরাল হওয়া সেই ভিডিওয় টোকোকে দেখা যাচ্ছে কুকুরের মতো সমস্ত আচরণ করতে।
নয়াদিল্লি: লক্ষ লক্ষ টাকা খরচ করে দেহের অতিরিক্ত মেদ ঝরানো বা রূপচর্চার কথা আমরা প্রায়ই শুনে থাকি। আবার অনেক সময়ে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করে 'সুন্দর' দেখতে হওয়ার চেষ্টার কথাও আমাদের জানা। অনেকে তো পর্দার চরিত্রদের মতো রূপ পাওয়ার জন্যও অনেক টাকা খরচ করে থাকেন। তবে এসব এখন পুরনো। সম্প্রতি জাপানের (Japan) এক ব্যক্তির স্বপ্নপূরণের গল্প শুনলে চোখ কপালে উঠবে। কী এমন স্বপ্ন ছিল তাঁর?
জাপানের ব্যক্তির আজব স্বপ্ন!
কখনও শুনেছেন কোনও মানুষের অনেকদিনের শখ নিজেকে বদলে পশুর রূপ দেবেন? এবং সেই স্বপ্ন বাস্তবায়িতও করেছেন। হ্যাঁ। একেবারে ঠিকই পড়ছেন। জাপানের এক ব্যক্তি তাঁর এমনই 'আজব' শখ পূরণ করেছেন প্রায় ২ মিলিয়ন টাকা খরচ করে। অর্থাৎ প্রায় ১২ লক্ষ (Rs 12 lakh) খরচ করে কুকুরের রূপ নিয়েছেন তিনি।
নয়া অবতারে ওই ব্যক্তি ট্যুইটারে ছবি শেয়ার করার পর স্তম্ভিত হয়ে যায় নেট দুনিয়া। এক বিখ্যাত এজেন্সি জেপেট, ওই জাপানি ব্যক্তি টোকোকে, কুকুরের এক প্রজাতি 'কলি'তে রূপান্তরিত করেছে।
【制作事例 追加】
— 特殊造型ゼペット (@zeppetJP) April 11, 2022
犬 造型スーツ
個人の方からのご依頼で、犬の造型スーツを制作しました。
コリー犬をモデルにしており、本物の犬と同様に四足歩行のリアルな犬の姿を再現しております🐕
詳細はこちら:https://t.co/0gPoaSb6yn#犬 #Dog #着ぐるみ#特殊造型 #特殊造形 pic.twitter.com/p9072G2846
কী বলছেন 'নতুন' টোকো
এক সাক্ষাৎকারে তিনি জানান, এই লম্বা লোমের কুকুর কখনও কখনও মানুষকে বিভ্রান্ত করতে পারে। সুতরাং, তিনি কলি হওয়ার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে এটি তাঁর প্রিয় কুকুরের প্রজাতিও।
'আমার পছন্দের পোষ্য চারপেয়েরা। তাদের মধ্যে মনে হল আমার চেহারার কাছাকাছি কোনও বড় প্রাণিই আমার জন্য ঠিক হবে। তাই আমি কুকুরে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিই।'
তাছাড়া, ওই সংস্থা টোকোর জন্য একটি কাস্টোমাইজড 'কলি' পোশাক তৈরি করে যাতে সবকিছু বাস্তব দেখায়। সম্পূর্ণ পোশাকটির দাম প্রায় ২ মিলিয়ন ইয়েন এবং এটি ডিজাইন করতে এজেন্সির ৪০ দিন সময় লেগেছিল।
যখন টোকোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ অবাধে নাড়াচাড়া করতে পারছেন কিনা, তিনি বলেন যে তিনি তা করতে সক্ষম তবে এতে বিধিনিষেধ রয়েছে। তিনি আরও বলেন যে তিনি যদি খুব বেশি নড়াচড়া করেন তবে তাঁকে কুকুরের মতো দেখতে লাগবে না।
ওই কস্টিউমে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন টোকো। ভাইরাল হওয়া সেই ভিডিওয় টোকোকে দেখা যাচ্ছে কুকুরের মতো সমস্ত আচরণ করতে।
সূত্রের খবর, জেপেট বাণিজ্যিক, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনের প্রয়োজনে স্কাল্পচার তৈরি করে। তারা টেলিভিশনের পাশাপাশি জাপানের বিখ্যাত ম্যাসকটের পোশাক তৈরি করে।
আরও পড়ুন: Viral Video: মেঠো রাস্তায় মিশে একরত্তির স্বপ্ন, একপায়ে লাফিয়েই স্কুলযাত্রা মেয়ের, নজর কাড়ল সকলের