Viral News: ৮ টাকায় শাহি পনির, ৫ টাকায় ডাল মাখানি, রায়তার দাম মাত্র ২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল
Viral: পুরনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নতুন করে ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডেই ভাইরাল হয়েছে এই বিলের ছবি। এই বিল লাজিজ রেস্তোরাঁ এবং হোটেলের।
![Viral News: ৮ টাকায় শাহি পনির, ৫ টাকায় ডাল মাখানি, রায়তার দাম মাত্র ২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল Viral News: Shahi paneer at Rs 8, dal makhni at Rs 5: Old restaurant bill from 1985 gives netizens a taste of nostalgia Viral News: ৮ টাকায় শাহি পনির, ৫ টাকায় ডাল মাখানি, রায়তার দাম মাত্র ২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/23/6f246fdf79cebfc7b2f4165296dc6f6e1669227842005485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Viral News: শাহি পনির (Shahi Paneer) , ডাল মাখানি (Dal Makhani) ... এসব খাবারের নাম শুনলেই জিভে জল আসে। আর সেই খাবার নাকি পাওয়া গিয়েছে জলের দলে। শাহি পনিরের দাম ৮ টাকা। ডাল মাখানি ৫ টাকায়। ২০২২ সালে এই দামে এই দুই খাবার কোনওমতেই পাওয়া সম্ভব নয়। সম্প্রতি একটি দোকানের বিলের ছবি ভাইরাল (Viral Picture) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে শাহি পনির এবং ডাল মাখানির এত কম দামের উল্লেখ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই বিল ১৯৮৫ সালের। অর্থাৎ প্রায় ৩৭ বছরের পুরনো। যে বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে সেখানে ১৯৮৫ সালের ২০ ডিসেম্বরের তারিখ দেওয়া হয়েছে। বিলে মোট ২৬ টাকা হয়েছে দেখা গিয়েছে। শাহি পনির আর ডাল মাখানির সঙ্গে ছিল রায়তা যার দাম মাত্র ৫ টাকা। সঙ্গে ছিল কয়েকটা রুটি, তার মোট দাম ৬ টাকা। আর রয়েছে ২টাকা সার্ভিস চার্জ। সব মিলিয়ে মোট ২৬ টাকা। ২০১৩ সালের ১২ অগস্ট এই বিলের ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে। এবার নতুন করে ফের এই ছবি ভাইরাল হয়েছে। পুরনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নতুন করে ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডেই ভাইরাল হয়েছে এই বিলের ছবি। এই বিল লাজিজ রেস্তোরাঁ এবং হোটেলের।
দেখে নিন ভাইরাল হওয়া সেই বিলের ছবি
ফেসবুকে এই বিল নতুন করে ভাইরাল হওয়ার পর নস্ট্যালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা। বিশেষ করে উৎসাহী হয়েছেন ভোজনরসিকরা। এমন কম দামে যদি এখন খাবার পাওয়া যেত তাহলে নেটিজেনরা কী কী করতেন তাই নিয়েই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে জড়ো হয়েছে মজার সব বার্তা। এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যা। তবে এই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্কও। কারণ নেটিজেনদের অনেকেই বলেছেন যে ১৯৮৫ সালে মোটেই সার্ভিস ট্যাক্স চালু হয়নি। এই সার্ভিস ট্যাক্সের প্রবর্তন হয়েছে ১৯৯৪ সালে। তাই এই বিলকে ভুয়ো বলেও দাবি করেছেন নেটিজেনদের অনেকেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)