Viral News: খুঁজেপেতে জামাই পছন্দ করেছিলেন, কিন্তু স্টার্টআপ কন্যার কীর্তিতে মূর্ছা যাওয়ার জোগাড় বাবার
Viral News: কম্পিউটার প্রোগ্রাম এবং নিজের স্টার্টআপ SALT চালান উদিতা পাল (Udita Pal)। প্রযুক্তি শহর বেঙ্গালুরুই (Bengaluru News) এখন তাঁর ধাম।
বেঙ্গালুরু: স্টার্টআপ ব্যবসা নিয়ে মশগুল মেয়ে (Start Up Owner)। অথচ বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আগুপিছু না ভেবে তাই পাত্র খুঁজতে নেমে পড়েছিলেন বাবা। ডাঁয়ে-বাঁয়ে, খুঁজেপেতে উপযুক্ত পাত্রও বার করেছিলেন। কিন্তু পাত্রের ঠিকুজি-কুষ্ঠি হাতে পেয়ে কন্যে যা করলেন, তাতে খাতায় কলমে মেয়েকে ত্যাজ্য করাই যা বাকি রাখলেন বাবা (Matrimonial Site)।
স্টার্টআপ কন্যার কীর্তিতে শোরগোল নেট দুনিয়ায়
কম্পিউটার প্রোগ্রাম এবং নিজের স্টার্টআপ SALT চালান উদিতা পাল (Udita Pal)। প্রযুক্তি শহর বেঙ্গালুরুই (Bengaluru News) এখন তাঁর ধাম। গ্রাহক তালিকায় বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও জুটিয়ে ফেলেছেন তিনি। চুটিয়ে সাফল্য উপভোগ করছেন উদিতা। শুধু মাঝে মধ্যে কাঁটা হয়ে বেঁধে বিয়ের কথা। মা, বাবা, আত্মীয়-স্বজন সকলেই তাঁকে সংসারী দেখতে মুখিয়ে।
তবে সে সবের ধার ধারেন না উদিতা। নিজের কেরিয়ার, বন্ধু-বান্ধব নিয়েই ব্যস্ত তিনি। মেয়ের মতিগতি দেখে তাই নিজেই পাত্রের সন্ধান করতে নেমেছিলেন উদিতার বাবা। ম্যাট্রিমোনিয়াল সাইটে ছবি-সহ মেয়ের প্রোফাইল আপলোড করেছিলেন। তাতে ভালই সাড়া মিলেছিল। তার মধ্যে থেকে ঝেড়েবেছে এক পাত্রকে পছন্দ হয় উদিতার বাবার। সেই মতো মেয়েকে পাত্রের প্রোফাইলটি পাঠিয়ে দেন।
What getting disowned from father looks like. pic.twitter.com/nZLOslDUjq
— Udita Pal 🧂 (@i_Udita) April 29, 2022
বাবার মন রাখতে প্রোফাইলে চোখ বোলান উদিতা। কিন্তু পাত্রের মধ্যে জীবনসঙ্গীর পরিবর্তে প্রতিভাধর কর্মীর সব গুণ দেখতে পান তিনি। ব্যাস তার আর কী, নিজের সংস্থায় বাবার পরিশ্রমের সদ্ব্যবহার করতে উঠেপড়ে লাগেন। পাত্রের সঙ্গে যোগাযোগ করে তাঁকে নিজের সংস্থার লিঙ্ক পাঠিয়ে ডেকে চাকরির পাঠান ইন্টারভিউতে। কিন্তু তা জানতে পেরে কার্যত খড়্গহস্ত হয়ে ওঠেন তাঁর বাবা।
আরও পড়ুন: ENBA Awards-এ সাফল্যের শিখরে ABP News, সেরা সিইও-র শিরোপা পেলেন অবিনাশ পাণ্ডে
পাত্রকে ইন্টারভিউতে ডাকার খবর পেয়ে বাবার প্রতিক্রিয়া টুইটারে তুলে ধরেছেন উদিতা। তাতে মেয়ের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁর বাবাকে। মেয়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘তুমি কী করেছো জানো? ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে কর্মী নিয়োগ করা যায় না। ওর বাবাকে কী জবাব দেব আমি? তোমার মেসেজ দেখেছি আমি। রেজিউমে চেয়ে ওকে ইন্টারভিউ-তে ডেকেছিলে তুমি।’ বাবার ক্ষোভের মুখে পড়ে নিজের নিস্প্রভ মেসেজও উত্তরও প্রকাশ করেছেন উদিতা, যাতে তিনি লেখেন, ‘আমরা লোক নিয়োগ করছি। ফিনটেকে সাত বছরের অভিজ্ঞতা খুবই ভাল। সরি।’
please follow @saltpe_
— Udita Pal 🧂 (@i_Udita) April 29, 2022
updated news:-
- he is looking for 62 LPA + ESOPs (can't afford)
- my dad deleted my JS profile
- pls don't drop hate on me, i cry very easily.
বাবার পছন্দের পাত্রে কি আদর্শ কর্মী পেলেন উদিতা!
বাবার সঙ্গে নিজের কথোপকথনকে ব্যাখ্যা করতে গিয়ে উদিতা লেখেন, ‘বাবার ত্যাজ্য করা বোধহয় এমনই হয়।’ তবে ম্যাট্রিমোনিয়াল সাইটে জীবনসঙ্গী না পেলেও, উপযুক্ত কর্মী কী পেলেন উদিতা। তারও আপডেট দিয়েছেন নিজেই। জানান, বাবার পছন্দ করা ছেলে বছরে ৬২ লক্ষ বেতন এবং অন্যান্য ভাতা দাবি করেন। তাঁর সংস্থার পক্ষে এত বেতন দেওয়া সম্ভব নয়। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমার বাবা তাঁর প্রোফাইল মুছে দিয়েছেন। নিজের শর্তে জীবন উপভোগ করে উদিতার এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) হইচই পড়ে গিয়েছে (Viral News)।