Viral Video: ভয়ঙ্কর দুঃসাহস! হাইভোল্টেজ তারের উপর পুল-আপ, তারপরই ঘটল...
সাহসের থেকেও লোকটির বিচারবুদ্ধি নিয়েই উঠেছে প্রশ্ন। নিজে কতটা ফিট সেটা দেখানোর জন্য এমন কাজ কেউ করে?

কলকাতা: সাহসেরও বলিহারি! আর সেই খবরটি দেখে অবশ্য সুকুমার রায়ের লেখা- 'বাপ্রে কি ডানপিটে ছেলে ! কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে' এই পঙতি দুটিই মনে আসবে। ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার ধরে পুল আপ করে ভাইরাল হয়ে সংবাদ শিরোনামে এসেছেন এক ব্যক্তি!
সাহসের থেকেও লোকটির বিচারবুদ্ধি নিয়েই উঠেছে প্রশ্ন। নিজে কতটা ফিট সেটা দেখানোর জন্য এমন কাজ কেউ করে? সেই প্রশ্নই উঠেছে। রীতিমতো মৃত্যুকে হাতে নিয়ে শরীরচর্চা ওই ব্যক্তির, ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওটি দেখলে অবাক হবেন আপনিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার ধরে পুল আপ করছে। এই করতে করতে একদম ল্যাম্পপোস্টের মাথায় উঠে যায়। এরপর শরীরচর্চা শেষ করে ওই ব্যক্তি আবার উঠে বসছে। ব্যক্তির চেহারায় ছিল না ভয়ের কোনও ছাপের লেশমাত্র। তবে আপাতদৃষ্টিতে এই বিষয়টি মজার মনে হলেও একটি ভুল পদক্ষেপই তার জীবন শেষ করে দিতে পারত।
View this post on Instagram
আরও পড়ুন, সবজি নর্দমার জলে ধুয়ে বিক্রি সবজি বিক্রেতার! দেখে মাথা ঘুরল সোশাল মিডিয়ার
যদিও সোশাল মিডিয়ার ইউজাররা মোটেও মুগ্ধ হননি এই ভিডিওটি দেখে। ভাইরাল ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। এক নেটিজেনের কথায়, 'এটা খুবই বিপজ্জনক, লোকটি ওখানে পৌঁছল কীভাবে সেটাই চিন্তার।' আরেক নেটিজেনের কথায়, পরবর্তী জীবনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন ওই ব্যক্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















