Viral Video: সৌন্দর্য প্রতিযোগিতায় জয়জয়কার, রয়েছে ব্যক্তিগত খানসামাও, পড়শি দেশের নয়া তারকা সিম্বা পাকিস্তানি
Simba Pakistani: সিম্বাকে দেখামাত্রই তার উপর আশ্চর্য মায়া পড়ে যায় হাসানের। তার অবশ্য় কারণ হল সিম্বার রূপ। জন্মসূত্রে পুরুষ হলেও, রূপ দেখে বোঝার জো নেই।
‘ছাগল খেদায়ে রাখে কাঠি হাতে কৃষাণ বালক...’
বালাই ষাট! আদরের ছাগল ছানা বলে কথা। খামোকা খেদাতে যাবেন কেন! বরং সন্তান স্নেহেই পোষা ছাগল ছানাকে আগলে রাখছেন মহম্মদ হাসান নাজেরো। ঘাস-পাতা ছড়িয়ে, বাড়ি নোংরা করে যতই গবাদি-সুলভ আচরণ করুক না কেন, হাসানের বার্ধক্যের আশা ভরসা হয়ে উঠেছে বাড়িতে পোষা ছাগল ছানাই। তবে শুধু নিজের কথা ভাববেন, এমন স্বার্থপর নন হাসান। তাই গোটা দেশের ভাবমূর্তি উজ্জ্বলের ভার সন্তান-সম ছাগল ছানার উপরই বর্তেছেন তিনি। তাই নামও রেখেছেন যুতসই, সিম্বা পাকিস্তানি (Simba Pakistan)।
পড়শি দেশের নয়া তারকা সিম্বা পাকিস্তানি
পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) বাসিন্দা হাসান। পারিবারিক পশুপালনের চল ছিল। তার বাইরে বেরোননি হাসানও। কিন্তু সিম্বাকে দেখামাত্রই তার উপর আশ্চর্য মায়া পড়ে যায় হাসানের। তার অবশ্য় কারণ হল সিম্বার রূপ। জন্মসূত্রে পুরুষ হলেও, রূপ দেখে বোঝার জো নেই। গায়ের রং উজ্জ্বল বাদামি। চোখ দু’টো অসম্ভব রকমের মায়াবি। তবে সবার আগে নজর কাড়ে তার কানজোড়া। মাথার দু’পাশ দিয়ে বেরিয়ে একেবারে পা পর্যন্ত। একমাস বয়সে ওই কানজোড়ার দৈর্ঘ্য ছিল ২১ ইঞ্চি। সাড়ে তিন মাস বয়স হতে না হতে পা ছাড়িয়ে একেবারে লুটোপুটি খাচ্ছে মাটিতে।
এ হেন সিম্বাকে তাই নয়নের মণি করে রেখেছেন হাসান। গাঁটের কড়ি খরচ করে রেখেছেন খানসামা। দিনভর শুধু সিম্বার পরিচর্যাই যাঁর একমাত্র কাজ। এর মধ্যে রয়েছে সিম্বার নখ কাটা, গা লোম আঁচড়ে দেওয়া এবং সর্বোপরি কান দু’টির যত্ন করা। উল্টোপাল্টা খেয়ে সিম্বা যাতে অসুস্থ এবং স্থূলকায় হয়ে না পড়ে, সেদিকেও কড়া নজর রাখতে হয়। এ ছাড়াও পাড়া-পড়শি, দূর-দূরান্তের মানুষ এবং টিভি চ্য়ানেলের ক্যামেরার সামনে সিম্বার ঝকঝকে উপস্থিতি তুলে ধরাও সামলাতে হয় ওই খানসামাকে (Viral Video)।
Minister of Education and Culture GOS @sardarshah1 Milking #simba Pakistani (World Record Goat Kid) at Narejo House Karachi. 🇵🇰 pic.twitter.com/f1pbW0P9bJ
— Asghar Ali (@RealAsgharA1) July 18, 2022
আরও পড়ুন: Viral Video: বাচ্চা মেয়ের নাচ নকল করল হাতি, মিষ্টি মুহূর্তের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা
সিম্বাকে নিয়ে অনেক স্বপ্ন হাসানের। ইতিমধ্যেই গিনেস ওয়র্ল্ড রেকর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি, যাতে দীর্ঘতম কানের মালিক হিসেবে সিম্বার নাম তোলা যায়। ছাগলের কানের মাপজোক নিয়ে এ যাবৎ কোনও বিভাগ নেই গিনেস ওয়র্ল্ড রেকর্ডের। তবে সিম্বা সেই নিয়ম পাল্টে দিতে পারবে বলে আশাবাদী হাসান। তাঁর দৃঢ় বিশ্বাস, জাতভাইদের ছাপিয়ে সিম্বা বিশ্বের সেরা ছাগল ঘোষিত হবেই।
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার সিম্বার
ইতিমধ্যেই বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সিম্বা। খবরের চ্যানেল থেকে কাগজ, ওয়েবসাইট, সবাই হামলে পড়েছে তাকে নিয়ে। তাতে যদিও আতঙ্কিত হাসান। তাঁর দাবি, প্রতিবেশী পশুপালকরা সবাই তাঁকে হিংসে করছে। সিম্বার উপর নজর রয়েছে সকলের। ক্ষতিসাধনের উদ্দেশ্য নিয়ে কেউ গুনতুক করতে পারে বলেও ধারণা তাঁর। তাই সিম্বাকে সামলে রাখেন তিনি। লোকজনের দৃষ্টি এড়াতে ভাঁজ করে সিম্বার কান মুড়ে রাখেন তিনি। নিজেহাতে বিশেষ হেয়ারব্যান্ডও তৈরি করেছেন,যাতে পিঠের উপর কান বেঁধে রাখা যায় সিম্বার। হাসানের একটাই স্বপ্ন, বিশ্বজোড়া নাম হবে সিম্বার। আর তাঁর সিম্বাকে সামনে রেখেই ছাগল প্রতিপালক দেশ হিসেবে গোটা বিশ্বে শীর্ষে উঠে আসবে পাকিস্তান।