Viral Video: কীভাবে রাস্তা পার হবে? সন্তানকে শেখাল মা হাতি, ভাইরাল ভিডিও
Viral News: ভারতীয় বনবিভাগের আধিকারিক সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, একজন মা হাতি তার শাবককে রাস্তা পার হওয়া শেখাচ্ছে।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) বন্যপ্রাণীদের (Wild Animals) বিভিন্ন ভিডিও মাঝে মাঝেই ভাইরাল (Viral Video) হয়ে থাকে। এর মধ্যে বেশ কিছু ভিডিও এমন হয় যা একদম অন্তর ছুঁয়ে যায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। ভারতীয় বনবিভাগের আধিকারিক (IAS Officer) সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, একজন মা হাতি (Mother Elephant) তার শাবককে রাস্তা পার হওয়া শেখাচ্ছে। এই ভিডিওর ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। ট্যুইটারে (Twitter) ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটি খুব সন্তর্পণে পাশে নিয়ে রাস্তা পার হতে যাচ্ছে। মা হিসেবে সন্তানের সুরক্ষার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করেছে ওই পূর্ণবয়স্ক হাতিটি। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তাই পার হওয়া শাবককে শেখাচ্ছিল মা হাতিটি।
সন্তানকে রাস্তা পার হওয়া শেখাচ্ছে মা হাতি
Mother elephant seems teaching her baby how to cross the road.A sad reality
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 30, 2023
Video- Santhanaraman pic.twitter.com/Nmn1mrhFvv
আজকাল হামেশাই শোনা যায়, রাস্তা পার হতে গিয়ে হয়তো কোনও যানবাহনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনা বেশি ঘটে থাকে রেললাইনে। রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর প্রায়শই শোনা যায়। একইভাবে জঙ্গলের মধ্যে রাস্তা পার হওয়ার সময়েও বড় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর খবর শোনা যায়। এই দলে হাতিদের নামও রয়েছে। আর হয়তো সেই জন্যই শাবককে সাবধানে রাস্তা পারাপার করা শেখাচ্ছিল ওই মা হাতিটি। ভাইরাল ভিডিওর শেষে দেখা গিয়েছে সফলভাবে রাস্তা পার হতে পেরেছে মা হাতি এবং তার সন্তান। রাস্তার সে ধার থেকে তারা রাস্তা পার করেছে, সেখানে জঙ্গলের মধ্যে আরও কয়েকটি হাতিকেও দেখা গিয়েছে।
এই ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলেছেন, মা হাতি এবং তার সন্তানকে দেখে মনে হচ্ছে খুব ভয়ে ভয়ে তারা রাস্তা পার হচ্ছে। মানুষই বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তায় ঢুকে পড়ে সমস্যা তৈরি করে। এই জাতীয় কাজকর্ম অবিলম্বে বন্ধ করার কথাও অনেকে বলেছেন। আবার অনেক নেটিজেন বলেছেন, মা হিসেবে এই হাতিটি তার দায়িত্ব পালন করেছে। সন্তানকে সাবধানে রাস্তা পার করার কৌশল শিখিয়ে দিয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে সন্তানকে নিরাপত্তার পথ দেখিয়েছে। মা মনুষ্য সন্তানের হোন বা বন্যপ্রাণের- স্নেহ, মমতা, দায়িত্ববোধে সকলেই এক।