Viral Video: পোষ্যকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, ট্রেনের নিচেই চলে গেল আদরের পোষ্য ! তারপর ?
Viral Video: একটি গোল্ডেন রিট্রিভার কুকুর প্ল্যাটফর্মের ধার থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। কুকুরটির মালিক তাকে নিয়েই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।

কলকাতা: সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর পোষ্য কুকুরকে সঙ্গে করে একটি চলন্ত ট্রেনে (Viral Video) ওঠার চেষ্টা করছিলেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কুকুরটি ট্রেনে ওঠায় ভয় পাচ্ছিল, কিন্তু তাঁকে হাতে ধরে সেই ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন আর তাতেই কুকুরটি ট্রেনের নিচে চলে যায়। লাইনের উপর দিয়ে ট্রেন চলতে থাকার কারণে কুকুরটিকে বের করে আনাও যায় না, বোঝাও যায় না সে আদৌ বেঁচে আছে কিনা। ভয়ঙ্কর ভিডিয়ো দেখে আপনারও বুক কেঁপে উঠবে।
একটি গোল্ডেন রিট্রিভার কুকুর প্ল্যাটফর্মের ধার থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। রেলের সেই প্ল্যাটফর্মে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই এগিয়ে এসে কুকুরটিকে খুঁজতে থাকে, যে আদৌ কুকুরটি ট্রেনের চাকার নিচে চাপা পড়ল কিনা। ভিডিয়োটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। ফলে বোঝা যায় না ঠিক, কুকুরটিকে উদ্ধার করা আদৌ সম্ভব হল কিনা। ফলে নেটিজেনরা সেই কুকুরটির ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েন, অনেকেই সমাজমাধ্যমে তাদের চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
এভাবে এক অবলা প্রাণীর মালিকের বেপরোয়া আচরণের জন্য কুকুরটিকে জীবন যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠল তার জন্য সেই ব্যক্তিকে চরম নিন্দা করা হচ্ছে নেটদুনিয়ায়। ব্যক্তির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে যায়। ইনস্টাগ্রামে এক নেটিজেন এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এমনই এক ভয়ানক ঘটনা ঘটে। চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে কুকুরকে সঙ্গে করে ওঠার চেষ্টা করেন এই ব্যক্তি। ট্রেনটি তখন বেশ গতি নিয়েছে। আর তখনই কুকুরটির মালিকের দায়িত্ববোধের অভাব দেখা যায়। কুকুরটির লিশ ধরে রেখে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি। আর এর ফলেই কুকুরটি প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায়।' যদিও ক্যাপশনে সেই ব্যবহারকারী জানিয়েছেন যে অবশেষে ট্রেন চলে যাওয়ার পরে কুকুরটিকে বাঁচানো গিয়েছে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়োটি। নেটিজেনরা সকলেই প্রায় এই পোষ্যের মালিক ব্যক্তিকে তিরস্কার করেছেন। একজন লিখেছেন, 'এই মালিকের হয়ত আগে ট্রেনিং দরকার ছিল'। একজন লেখেন, 'এই মালিককে আগে জেলে ঢোকানো উচিত এবং এক অবলা প্রাণীর প্রতি এমন আচরণের জন্য কঠোর সাজা দেওয়া উচিত।'






















