Viral Video: বালির মধ্যে আটকে ফেরারি, টেনে তুলল গরুর গাড়ি ! ভাইরাল ভিডিও
Viral News: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বালি থেকে গরুর গাড়িটি যখন ফেরারি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্ত নিজেদের মোবাইল ফোনের ক্যামেরা ধরে রাখছেন স্থানীয়দের অনেকেই।
Viral Video: বালির মধ্যে আটকে গিয়েছে আলিশান ফেরারি। তাকে উদ্ধার করতে এসেছে গরুর গাড়ি। অবশেষে বালির মধ্যে থেকে ওই বিলাসবহুল গাড়িটিকে টেনে তুলেছে গরুর গাড়িটিই। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল না হলে বোধহয় কেউ বিশ্বাসই করতেন না এই ঘটনা। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে সমুদ্রের পাশে বালির মধ্যে আটকে গিয়েছে একটি ফেরারি গাড়ির চাকা। অনেক চেষ্টার পরেও তা তোলা সম্ভব হচ্ছে না। বারবার বালিতে চাকা পিছলে যাচ্ছে, গাড়িটি এগোতে পারছে না। অবশেষে সেই গাড়িটিকে উদ্ধার করতে এসেছে একটি গরুর গাড়ি।
দুটো গরু টানছিল ওই গাড়িটি। সেটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ফেরারি গাড়িটির সঙ্গে। তার পিছন থেকে ধাক্কা দিচ্ছিলেন দুই ব্যক্তি। শেষ পর্যন্ত গরুর গাড়ির দৌলতেই এ যাত্রায় বালির বিচ থেকে বেরোতে পেরেছে ফেরারি গাড়িটি। জানা গিয়েছে, মুম্বইয়ের কাছে আলিবাগে এই কাণ্ড ঘটেছে। রায়গড় জেলার রেভদন্ড বিচে বালির মধ্যে আটকে গিয়েছিল ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থার একটি আলিশান গাড়ি। এই ফেরারি মডেলটি ছিল একটি স্পোর্টস কার। তবুও তার চাকা বারবার পিছলে আটকে যাচ্ছিল বালিতে। আর তার জেরেই ওই এলাকা ছেড়ে বেরোতে পারছিল না গাড়িটি।
Seeing a Ferrari stuck on a beach and pulled out by a bullock cart wasn’t something I expected in 2024! pic.twitter.com/kw2CCG9C0s
— Lord Ujjwal (@lordujjwal7) December 31, 2024
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বালি থেকে গরুর গাড়িটি যখন ফেরারি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্ত নিজেদের মোবাইল ফোনের ক্যামেরা ধরে রাখছেন স্থানীয়দের অনেকেই। এই বিলাসবহুল গাড়ি সকালের দিকে এসেছিল বিচে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বালিতে আটকে যায় চাকা। গাড়ির চালক থেকে শুরু করে আশপাশের অনেকে মিলেই গাড়িটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। অবশেষে ফেরারির সঙ্গে দড়ি বেঁধে রাখা হয় একটি গরুর গাড়ি। তারপর পিছন থেকে ধাক্কা দেন কয়েকজন যুবক। অবশেষে বালি থেকে বেরিয়ে আসে ফেরারির আটকে থাকা চাকা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।
আরও পড়ুন- পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।