এক্সপ্লোর
Daily astrology:চাকরিতে সুসংবাদ কোন রাশির, কাজের বোঝা বাড়তে পারে কার-দেখুন আজকের রাশিফল
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/11/5678cfe282d22aac025a9df0ad146562_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
horoscope
1/12
![আজ নিজের ওপর আস্থা রেখে চলতে হবে। অন্যের কথায় চালিত হলে সমস্যা হতে পারে। অফিসের কাজ অনেকটাই সরল হতে পারে। বস ও সিনিয়রদের পরামর্শ মিলতে পারে।এতে কাজে গতি আসবে। ছোটখাটো অসুস্থতা ভোগাতে পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/1e4253b80599460be637186648036ba691745.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ নিজের ওপর আস্থা রেখে চলতে হবে। অন্যের কথায় চালিত হলে সমস্যা হতে পারে। অফিসের কাজ অনেকটাই সরল হতে পারে। বস ও সিনিয়রদের পরামর্শ মিলতে পারে।এতে কাজে গতি আসবে। ছোটখাটো অসুস্থতা ভোগাতে পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
2/12
![আজ বকেয়া কাজ সম্পন্ন করার পক্ষে ভালো দিন। এতে জোর দিলে কাজ সময়ে সম্পর্ণ করা সহজসাধ্য হবে। ভেবেচিন্তে কাজের পদ্ধতি বদল করুন। এর সূচনা আজ থেকেই করুন। অফিসে কাজ নিয়ে সতর্ক থাকুন। মজায় মেতে থাকা কমাতে হবে, নাহলে বস অসন্তুষ্ট হতে পারেন। শিরায় টান ধরার সমস্যা দেখা দিতে পারে। ফলে চলেফেরায় সমস্যা হতে পারে। ছোটভাইয়ের সঙ্গ্তির ওপর খেয়াল রাখুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/4ecb65362098e95b3dccc841ac57cc0b442db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ বকেয়া কাজ সম্পন্ন করার পক্ষে ভালো দিন। এতে জোর দিলে কাজ সময়ে সম্পর্ণ করা সহজসাধ্য হবে। ভেবেচিন্তে কাজের পদ্ধতি বদল করুন। এর সূচনা আজ থেকেই করুন। অফিসে কাজ নিয়ে সতর্ক থাকুন। মজায় মেতে থাকা কমাতে হবে, নাহলে বস অসন্তুষ্ট হতে পারেন। শিরায় টান ধরার সমস্যা দেখা দিতে পারে। ফলে চলেফেরায় সমস্যা হতে পারে। ছোটভাইয়ের সঙ্গ্তির ওপর খেয়াল রাখুন।
3/12
![আজ কেরিয়ার নিয়ে চিন্তা থাকতে পারে, সেজন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। কেরিয়ারে উন্নতির জন্য লক্ষ্য নির্ধারণ আবশ্যক। অফিসে বস কাজের প্রশংসা করতে পারেন। মাথা ব্যথার সমস্যা ভোগাতে পারে, সতর্ক থাকুন। বাড়ির লোকেদের সাহায্যে কাজ পূর্ণ হতে পারে। আটকে থাকা কাজে জীবনসঙ্গীর পরামর্শ নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/84d3231e6d5b3a759a46cd16ab5aced509c8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কেরিয়ার নিয়ে চিন্তা থাকতে পারে, সেজন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। কেরিয়ারে উন্নতির জন্য লক্ষ্য নির্ধারণ আবশ্যক। অফিসে বস কাজের প্রশংসা করতে পারেন। মাথা ব্যথার সমস্যা ভোগাতে পারে, সতর্ক থাকুন। বাড়ির লোকেদের সাহায্যে কাজ পূর্ণ হতে পারে। আটকে থাকা কাজে জীবনসঙ্গীর পরামর্শ নিন।
4/12
![আজ দুমুখো লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। এমন লোকজনদের কোনওভাবেই বিশ্বাস করা যায় না। অফিসে কাজের সমীক্ষা হতে পারে। ফলে বসের অসন্তোষের মুখে পড়তে হতে পারে। যানবাহন সতর্কতার সঙ্গে চালান।ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সন্তানের শিক্ষা নিয়ে সমস্যা হতে পারে। এজন্য পড়াশোনার অগ্রগতির দিকে নজর রাখুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/70b8f71726979370b8bac50e1f57ef4d48add.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ দুমুখো লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। এমন লোকজনদের কোনওভাবেই বিশ্বাস করা যায় না। অফিসে কাজের সমীক্ষা হতে পারে। ফলে বসের অসন্তোষের মুখে পড়তে হতে পারে। যানবাহন সতর্কতার সঙ্গে চালান।ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সন্তানের শিক্ষা নিয়ে সমস্যা হতে পারে। এজন্য পড়াশোনার অগ্রগতির দিকে নজর রাখুন।
5/12
![আজ সতর্ক থেকে কোনও প্রকার ঝুঁকি নিন। সরকারি চাকরিরতদের লাভের সম্ভাবনা। পদোন্নতি থেকে আয় বৃদ্ধি সংক্রান্ত খবর মিলতে পারে। অফিসে পৌঁছেই কাজের প্রতি নজর দিয়ে লক্ষ্য পূরণের চেষ্টা করতে হবে। কাঁধে ব্যথার আশঙ্কা রয়েছে। এ জন্য যোগানুশীলন দিনচর্যায় সামিল করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/f8221d8061519e593c34432dfa67189c3db28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সতর্ক থেকে কোনও প্রকার ঝুঁকি নিন। সরকারি চাকরিরতদের লাভের সম্ভাবনা। পদোন্নতি থেকে আয় বৃদ্ধি সংক্রান্ত খবর মিলতে পারে। অফিসে পৌঁছেই কাজের প্রতি নজর দিয়ে লক্ষ্য পূরণের চেষ্টা করতে হবে। কাঁধে ব্যথার আশঙ্কা রয়েছে। এ জন্য যোগানুশীলন দিনচর্যায় সামিল করুন।
6/12
![আজ চিন্তাভাবনায় নেতিবাচকতা বাড়তে পারে। ফলে মানসিক অশান্তি থাকতে পারে। অফিসে উচ্চ পদাধিকারীদের সঙ্গে বাদবিবাদের আশঙ্কা এড়িয়ে চলুন। এতে মুড খারাপ হতে পারে। তা অন্যদের সামনে ভাবমূর্তিও খারাপ করতে পারে। কাজের সময় সতর্ক থাকুন, কোনও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে প্রেম ও সহযোগিতার মনোভাব থাকবে। সন্তানের পদোন্নতির সময় চলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/e535ef6720b31a6aff9cfcda133bb4e0a373b.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ চিন্তাভাবনায় নেতিবাচকতা বাড়তে পারে। ফলে মানসিক অশান্তি থাকতে পারে। অফিসে উচ্চ পদাধিকারীদের সঙ্গে বাদবিবাদের আশঙ্কা এড়িয়ে চলুন। এতে মুড খারাপ হতে পারে। তা অন্যদের সামনে ভাবমূর্তিও খারাপ করতে পারে। কাজের সময় সতর্ক থাকুন, কোনও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে প্রেম ও সহযোগিতার মনোভাব থাকবে। সন্তানের পদোন্নতির সময় চলছে।
7/12
![আজ অন্যদের মনোভাব বোঝার চেষ্টা করুন, কারণ আপনার স্ব্ভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করবে। পরিস্থিতি কঠিন হলে সহনশীলতার অভাব দেখা দিতে পারে। বাদ-বিবাদের পরিস্থিতি এলে শান্ত মনে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ফলে মানসিক উত্তেজনা থাকতে পারে। পেটের কোনও সমস্যা ভোগাতে পারে। পরিবারের লোকজনের পরামর্শ কোনও কাজে সহায়ক হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/7a8256549c5a602ffc1440b63775c8d127c79.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ অন্যদের মনোভাব বোঝার চেষ্টা করুন, কারণ আপনার স্ব্ভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করবে। পরিস্থিতি কঠিন হলে সহনশীলতার অভাব দেখা দিতে পারে। বাদ-বিবাদের পরিস্থিতি এলে শান্ত মনে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ফলে মানসিক উত্তেজনা থাকতে পারে। পেটের কোনও সমস্যা ভোগাতে পারে। পরিবারের লোকজনের পরামর্শ কোনও কাজে সহায়ক হতে পারে।
8/12
![আজ পুরো দিন চ্যালেঞ্জে ভরপুর থাকতে পারে। ফলে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। অফিসে বিরুদ্ধ গোষ্ঠীর গতিবিধির ওপর খেয়াল রাখুন। কারণ, বর্তমানে তারা আপনার কাজে ব্যাঘাত ঘটানোর তালে রয়েছে। পড়ুয়াদের পরীক্ষায় সাফল্যের যোগ। ছোটখাটো আঘাতপ্রাপ্তির আশঙ্কা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/aedecb32fe8aeec057dd05902661cd2f4fead.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ পুরো দিন চ্যালেঞ্জে ভরপুর থাকতে পারে। ফলে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। অফিসে বিরুদ্ধ গোষ্ঠীর গতিবিধির ওপর খেয়াল রাখুন। কারণ, বর্তমানে তারা আপনার কাজে ব্যাঘাত ঘটানোর তালে রয়েছে। পড়ুয়াদের পরীক্ষায় সাফল্যের যোগ। ছোটখাটো আঘাতপ্রাপ্তির আশঙ্কা।
9/12
![আজদের দিনে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। চাকরিজীবীরা ভালো কিছু সুযোগ পেতে পারেন। যাঁরা ভালো চাকরির চেষ্টা কিছুদিন ধরেই করছেন, তাঁরা সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্যে বুকে জ্বালার সমস্যা হতে পারে। এজন্য খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকুন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা করুন। মন প্রসন্ন হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/eeab4bcb747e588d0b8abe4d085cbcf9d7172.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজদের দিনে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। চাকরিজীবীরা ভালো কিছু সুযোগ পেতে পারেন। যাঁরা ভালো চাকরির চেষ্টা কিছুদিন ধরেই করছেন, তাঁরা সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্যে বুকে জ্বালার সমস্যা হতে পারে। এজন্য খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকুন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা করুন। মন প্রসন্ন হবে।
10/12
![মকর রাশি- আজ ইতিবাচক গ্রহ মকর রাশিতে জ্ঞান বৃদ্ধি ঘটাতে পারে। এতে ইতিবাচক মানসিকতা বাড়তে পারে। অফিসে উচ্চ পদাধিকারীর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। এর থেকে যে শিক্ষা পাবেন, তা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। সম্পর্কে ওঠা-পড়া থাকবে। স্বাস্থ্যেও ছোটখাটো সমস্যা থাকবে। পরিবারের প্রতি কোনও অমনোযোগ রাখা উচিত হবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে নৈকট্য আসবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/3e7999d121dbadd68eea6e7db24101b532746.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর রাশি- আজ ইতিবাচক গ্রহ মকর রাশিতে জ্ঞান বৃদ্ধি ঘটাতে পারে। এতে ইতিবাচক মানসিকতা বাড়তে পারে। অফিসে উচ্চ পদাধিকারীর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। এর থেকে যে শিক্ষা পাবেন, তা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। সম্পর্কে ওঠা-পড়া থাকবে। স্বাস্থ্যেও ছোটখাটো সমস্যা থাকবে। পরিবারের প্রতি কোনও অমনোযোগ রাখা উচিত হবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে নৈকট্য আসবে।
11/12
![আজ মনে নিরাশার স্থান দেবেন না। কারণ, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। আয়ের যে ব্যয় বেশি হতে পারে। খরচে নিয়ন্ত্রণ আবশ্যক। আর্থিক ব্যাপারে কারুর ওপর ভরসা করবেন না। এতে লোকসানের মুখে পড়তে হতে পারে। পড়ুয়াদের পড়াশোনার অমনোযোগ দেখা দিতে পারে, এর প্রভাব পরীক্ষায় পড়তে পারে। এজন্য পরিশ্রমবিমুখ হওয়া একেবারেই চলবে না। অবিবাহিতদের কোনও ভালো সম্বন্ধ আসতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/e8f8944063f7b1d4746f3b70d57673b9699a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ মনে নিরাশার স্থান দেবেন না। কারণ, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। আয়ের যে ব্যয় বেশি হতে পারে। খরচে নিয়ন্ত্রণ আবশ্যক। আর্থিক ব্যাপারে কারুর ওপর ভরসা করবেন না। এতে লোকসানের মুখে পড়তে হতে পারে। পড়ুয়াদের পড়াশোনার অমনোযোগ দেখা দিতে পারে, এর প্রভাব পরীক্ষায় পড়তে পারে। এজন্য পরিশ্রমবিমুখ হওয়া একেবারেই চলবে না। অবিবাহিতদের কোনও ভালো সম্বন্ধ আসতে পারে।
12/12
![আজ জ্ঞানী কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যাঁর পরামর্শ লাভজনক হতে পারে। বিগত কয়েকদিনে অনিশ্চয়তার মনোভাব থাকলে তা দূর হতে পারে। অফিসে পদোন্নতি বা আয়বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া বদল সম্পর্কে সতর্ক থাকতে হবে, ছোটখাটো সমস্যা ভোগাতে পারে। সন্তানের জন্য সময় দিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/23/02be175b52b1ac28b7d25dc044cefbff1e48c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জ্ঞানী কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যাঁর পরামর্শ লাভজনক হতে পারে। বিগত কয়েকদিনে অনিশ্চয়তার মনোভাব থাকলে তা দূর হতে পারে। অফিসে পদোন্নতি বা আয়বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া বদল সম্পর্কে সতর্ক থাকতে হবে, ছোটখাটো সমস্যা ভোগাতে পারে। সন্তানের জন্য সময় দিন।
Published at : 23 Jan 2022 06:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)