এক্সপ্লোর
Daily astrology:চাকরিতে সুসংবাদ কোন রাশির, কাজের বোঝা বাড়তে পারে কার-দেখুন আজকের রাশিফল
horoscope
1/12

আজ নিজের ওপর আস্থা রেখে চলতে হবে। অন্যের কথায় চালিত হলে সমস্যা হতে পারে। অফিসের কাজ অনেকটাই সরল হতে পারে। বস ও সিনিয়রদের পরামর্শ মিলতে পারে।এতে কাজে গতি আসবে। ছোটখাটো অসুস্থতা ভোগাতে পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
2/12

আজ বকেয়া কাজ সম্পন্ন করার পক্ষে ভালো দিন। এতে জোর দিলে কাজ সময়ে সম্পর্ণ করা সহজসাধ্য হবে। ভেবেচিন্তে কাজের পদ্ধতি বদল করুন। এর সূচনা আজ থেকেই করুন। অফিসে কাজ নিয়ে সতর্ক থাকুন। মজায় মেতে থাকা কমাতে হবে, নাহলে বস অসন্তুষ্ট হতে পারেন। শিরায় টান ধরার সমস্যা দেখা দিতে পারে। ফলে চলেফেরায় সমস্যা হতে পারে। ছোটভাইয়ের সঙ্গ্তির ওপর খেয়াল রাখুন।
Published at : 23 Jan 2022 06:49 AM (IST)
আরও দেখুন






















