। ঈশ্বরের সৃষ্টিকে বিষ থেকে বাঁচাতে তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। তাই তিনি নীলকণ্ঠ।
By : ABP Ananda | Updated at : 01 May 2023 03:41 PM (IST)
Shiva : কোন ফুলে তুষ্ট মহাদেব?
1/8
মহাদেব মহাশক্তির প্রতিরূপ। সেই সঙ্গে অপার সহ্য শক্তি শিবের। তিনি আদিদেব। কিন্তু তিনি ভক্ত বৎসল।
2/8
তাঁর আশীর্বাদ পেতে খুব কষ্ট করতে হয় না। একটু মানসিক শুদ্ধতা থাকলেই হল। নীলকণ্ঠ সন্তুষ্ট হল বেশ অল্পে। তাঁকে পুজো করতে লাগে বেল পাতায়।
3/8
বিশ্বাস করা হয়, সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল, তা গ্রহণ করেছিলেন মহাদেব। ঈশ্বরের সৃষ্টিকে বিষ থেকে বাঁচাতে তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। তাই তিনি নীলকণ্ঠ।
4/8
অপরাজিতা ফুলের রং ঠিক সেই কণ্ঠের নীলের মতোই। তাই শিবপুজোয় ব্যবহার করা উচিত অপরাজিতা ।
5/8
এছাড়া শিবের আরেক প্রিয় ফুল হল সুগন্ধী চাঁপা। চাঁপা ফুল শিবের পায়ে উত্সর্গ করা হয়।