এক্সপ্লোর
Maha Shivratri 2023: শিবরাত্রিতে শনি-সূর্য-মঙ্গলের ত্রিকোণ যোগ, কোন রাশিতে কী প্রভাব পড়বে?
Maha Shivratri: কুম্ভ রাশিতে শনি, সূর্য ও চন্দ্র একসঙ্গে ত্রিগ্রহী যোগ গঠন করবে। মহাশিবরাত্রিতে এই তিনটি গ্রহের মিলন বিরল
শিবরাত্রিতে শনির বিশেষ যোগ তৈরি হচ্ছে?
1/7

শিবরাত্রির আরাধনা করে গোটা দেশ। শিবরাত্রির এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি কোনো উৎসবের চেয়ে কম নয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবও হয়েছিল।
2/7

আগামী ১৭ জানুয়ারি, ন্যায়- বিচারের দেবতা শনি, কুম্ভ রাশিতে গমন করে। ১৩ ফেব্রুয়ারি, গ্রহের রাজা সূর্য এই রাশিতে প্রবেশ করতে চলেছেন। ১৮ ফেব্রুয়ারি, শনি এবং সূর্য ছাড়াও, চন্দ্রও কুম্ভ রাশিতে বসবে।
Published at : 09 Feb 2023 03:16 PM (IST)
আরও দেখুন






















