এক্সপ্লোর
Zodiac Signs: কী হতো, কী হতে পারত, মনেই আসে না কখনও, অতীত নিয়ে ভাবিত নন এই রাশির জাতকরা
Astrology: অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই ভাবিত কিছু মানুষ। পিছন ফিরে তাকান না একবারও।
ছবি: পিক্সাবে।
1/10

অতীত ভুলে ভবিষ্যতের পথে এগনোর কথা শোনা যায় অহরহই। কিন্তু মুখে বলা যত সহজ, কাজে করে দেখানো ততটাই কঠিন। সাফল্যের শিখরে পৌঁছেও পিছন ফিরে তাকাননি এমন মানুষ নেই।
2/10

তবে পিছন ফিরে তাকানো, আর তা নিয়ে হতাশায় ভোগা, দু’টোর মধ্যে ফারাক রয়েছে। অতীতে কী করলে, কী হতে পারত, এসব ভেবে কষ্ট পাওয়ার কোনও অর্থ হয় না। কিছু মানুষ এ কথা অক্ষরে অক্ষরেও মানেনও।
Published at : 16 May 2023 03:19 PM (IST)
আরও দেখুন






















