এক্সপ্লোর
Daily Horoscope: বর্ষবরণের আনন্দে সামিল হতে পারবেন ? নাকি নানা ঝুটঝামেলা আটকে পড়বেন ? কী বলছে রবিবারের রাশিফল
Horoscope For Tuesday : মেষ থেকে মীন, কেমন কাটবে রবিবার দিন ?
প্রতীকী ছবি
1/12

মেষ রাশি (Aries Horoscope)- বছরের শেষ দিনটি আপনার ভাল কাটবে। অফিসে নির্ধারিত কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন। ব্যবসায় বেশি লোভ করবেন না। তরুণদের দিনটি ভাল কাটবে। ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজেই হাত দেবেন তাতে সাফল্য পাবেন। সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করবে। টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। অন্যথা, অতিরিক্ত ব্যয়ের কারণে অর্থ সঞ্চয় করতে সফল হবেন না। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।
2/12

বৃষ রাশি (Taurus Horoscope)- অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে কিছু পরিবর্তন আনতে পারেন। আপনাকে আপনার কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। ব্যবসা বাড়াতে কঠোর পরিশ্রম করা উচিত। ব্যবসাকে আরও এগিয়ে নিতে যদি ভ্রমণ করতে চান, তাহলে আপাতত তা স্থগিত রাখুন। অন্যথা, আপনার ক্ষতি হতে পারে। তরুণদের সতর্ক থাকতে হবে। কারো প্রভাবে কোনও বিবাদে জড়াবেন না। অন্যথা কারও সঙ্গে ঝগড়া হতে পারে। যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খারাপ থাকে, তাহলে কোনও রোগকে উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান। বাড়ির মূল্যবান জিনিস নিরাপদে রাখা উচিত, তা না হলে তা চুরি হয়ে যেতে পারে। আলমারি তালাবদ্ধ করে রাখুন।
Published at : 31 Dec 2023 06:05 AM (IST)
আরও দেখুন






















