এক্সপ্লোর
Shani Astrology : কালই শনিবার, খুব সাবধান হয়ে যান, এই কাজ করলে রক্ষে পাবেন না বড়ঠাকুরের রোষ থেকে
বড় ঠাকুরের রোষ এড়াত কী করবেন, কী করবেন না
1/9

শনিদেবের আশীর্বাদ যে কোনও রাশির জাতকদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। শনি কঠোর পরিশ্রমের কারক। সবাই জানে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। কর্মফল প্রদানকারী হলেন শনি। এই কারণে শনিদেবের একটি নাম কর্মফলদাতা।
2/9

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যখন প্রতিকূল অবস্থানে থাকে, তখন যে কোনও ব্যক্তির জীবন সংগ্রাম কঠিন হয়ে পড়ে। শনির রোষ জীবন সমস্যায় ভরিয়ে দেয়। তাই শনিদেবকে খুশি রাখা প্রয়োজন।
Published at : 07 Jun 2024 04:10 PM (IST)
আরও দেখুন






















