এক্সপ্লোর
Zodiac Signs: ঘর অগোছালো একেবারে দেখতে পারেন না, হাজার ব্যস্ততা সত্ত্বেও সবকিছু পরিপাটি চাই এঁদের
Astrology: হাতে কাজ থাকুক বা না থাকুক, ঘরদোর গোছাতে পারলে আর কিছু চান না কিছু মানুষ। সবকিছু পরিপাটি চাই এঁদের।
ছবি: পিক্সাবে।
1/11

ঘরে-বাইরে ব্যস্ততার জেরে জীবন যেমন অগোছালো হয়ে যায়, নিজের বাড়ি, ঘর গোছানোর সময়ও পাই না আমি। ফলে সকালে উঠে বেরনো আর রাতে ফেরার মাঝে অযত্নের ছাপ ফুটে ওঠে ঘরবাড়িতে।
2/11

কিন্তু কিছু মানুষ ঘরদোর সব সময় পরিপাঠি রাখতে পছন্দ করেন। এর মধ্যে আনন্দও খুঁজে পান
Published at : 17 Jun 2023 06:39 PM (IST)
আরও দেখুন






















