এক্সপ্লোর
Maruti Suzuki: রাস্তায় পথচারীদের সতর্ক করবে গাড়ির অ্যালার্ম,, মারুতির এসইউভিতে নতুন বৈশিষ্ট্য
Maruti grand vitara
1/7

নতুন বৈশিষ্ট্য যোগ হওয়ায় দাম বাড়ল মারুতি সুজুকির এই মডেলের। সোমবার গ্র্যান্ড ভিটারার বৈদ্যুতিক হাইব্রিড ভেরিয়েন্টে পথচারীদের নিরাপত্তার জন্য অ্যালার্ম বৈশিষ্ট্য নিয়ে এসেছে কোম্পানি। যে কারণে কোম্পানি তার দাম 4,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। জেনে নিন ,আরও করে অফার সুবিঘধা দিচ্ছে মারুতি।
2/7

কোম্পানি তার গ্র্যান্ড ভিটারার ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড ভেরিয়েন্টে অ্যাকোস্টিক ভেহিকেল ওয়ার্নিং সিস্টেম (AVAS) যোগ করার ঘোষণা করেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া জানিয়েছে, এই প্রযুক্তি চালক ও পথচারীদের গাড়ির উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। যা উভয়কে নিরাপদ রাখতে সাহায্য করবে।
Published at : 19 Jul 2023 04:18 PM (IST)
আরও দেখুন






















