এক্সপ্লোর
Hero Bikes: নয়া মডেল আসছে Hero Karizma-র, দারুণ সব ফিচার্স- মাত্র ১০০ জনই পাবেন কেনার সুযোগ
Hero Karizma Centennial Bike: হিরো এবার নিয়ে আসছে তাদের সেন্টেনিয়াল সংস্করণ, হিরো করিজমার বিশেষ এডিশন। তবে সবাই এই বাইক কিনতে পারবেন না। ব্রিজমোহন লাল মুঞ্জালের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আসবে বাইক।

ছবি- হিরো করিজমার ওয়েবসাইট
1/10

হিরো এবার নিয়ে আসছে তাদের সেন্টেনিয়াল সংস্করণ, হিরো করিজমার বিশেষ এডিশন। তবে সবাই এই বাইক কিনতে পারবেন না। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
2/10

ড. ব্রিজমোহন লাল মুঞ্জালের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই বাইক আনবে হিরো মোটোকর্প। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে ডেলিভারি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
3/10

সকলে যদিও এই বাইক কিনতে পারবেন না। এই বাইকের নিলাম হবে কর্মী, স্টেকহোল্ডার, বিজনেস পার্টনারদের মধ্যে। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
4/10

এই বাইকের ডিজাইন মূলত হয়েছে কার্বন ফাইবার দিয়ে। হিরো ওয়ার্ল্ড ইভেন্টে এই বাইকের প্রথম প্রদর্শনী হয়। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
5/10

বাইকের এক্সহস্টটিও কার্বন ফাইবারের তৈরি, টাইটানিয়াম ইউনিটও রয়েছে। এর ওজন ১৫৮ কেজি, আছে একটি সিঙ্গল সিট কার্বন ফাইবার সিট কাউল। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
6/10

এর সাইড কভারে অ্যালুমিনিয়ামের একটা স্পেশাল এডিশন ব্যাজ রয়েছে। আবার ফুয়েল ট্যাঙ্কেও রয়েছে এই ব্যাজ। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
7/10

এই সেন্টেনিয়াল বাইকের মডেল মূলত তৈরি হয়েছে হিরো করিজমা এক্সএমআর মডেলের উপর ভিত্তি করে। তবের এর ওজন সেই মডেলের থেকেও অনেক কম। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
8/10

২১০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইউনিট রয়েছে এই ইঞ্জিনে। এতে আছে ৬ স্পিডের গিয়ারবক্স। তবে এর পারফরম্যান্সে কোনও বদল আসেনি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
9/10

২১০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইউনিট রয়েছে এই ইঞ্জিনে। এতে আছে ৬ স্পিডের গিয়ারবক্স। তবে এর পারফরম্যান্সে কোনও বদল আসেনি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
10/10

এটি মূলত কালেক্টর এডিশনের মোটরসাইকেল। তাই এর দাম এখনও প্রকাশ্যে আসেনি। বাজারে বিক্রিও হবে না এই বাইক। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
Published at : 02 Jul 2024 11:32 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
