এক্সপ্লোর
Volvo XC40 Recharge Price: দুরন্ত ফিচার! সঙ্গে রয়েছে পাওয়ারও! কত দাম এই বিলাসবহুল ev-এর?
Volvo XC40 Recharge Review:এই মডেলের গাড়িতে Start/Stop বাটন নেই। একটি Portrait Screen-এর মাধ্যমে সব ধরনের ফাংশন রয়েছে এখানে।
নিজস্ব চিত্র
1/10

বহু গাড়ি প্রস্তুতকারী সংস্থা ক্রমশ ঝুঁকছে বিদ্যুৎচালিত গাড়ি তৈরির দিকে। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্ততকারী সংস্থা ভলভো (Volvo)। ধীরে ধীরে All electric future- এ অর্থাৎ সব গাড়ি বৈদ্যুতিক হওয়ার দিকে এগোচ্ছে সংস্থা। এখন ভলভোর তরফ থেকে আনা হয়েছে XC40- যা শুধুমাত্র ইলেক্ট্রিক পাওয়ারট্রেনে রয়েছে।
2/10

প্রথমে যখন XC40 আনা হয়েছিল তখন তা ডিজেলচালিত ছিল। তারপরে এই মডেলে আনা হয় Mild Hybrid Petrol. এখন XC40 মডেলটি আনা হয়েছে বিদ্যুৎচালিত হিসেবে। ভলভোর এই ev যেমন সিঙ্গল মোটরে পাওয়া যাবে, তেমনই রয়েছে ডুয়াল মোটর কনফিগারেশনও। সম্প্রতি ভলভো সিঙ্গল মোটরে (Volvo XC40 Recharge Review) এই মডেল এনেছে যা গাড়িটির দামও কমিয়েছে।
Published at : 30 Mar 2024 01:00 AM (IST)
Tags :
Volvo XC40 Rechargeআরও দেখুন






















