এক্সপ্লোর
Maruti Jimny: এই গাড়ি ঘিরে জল্পনা বাড়ছে বাজারে, কবে আসছে জিমনি ?
Maruti Jimny: মারুতি সুজুকির ৫ দরজার জিমনির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।সম্প্রতি এই গাড়ি গ্র্যান্ড ভিটারা ও মহিন্দ্রা থারের সঙ্গে লেহতে দেখা গেছে।
Maruti Jimny
1/8

মারুতি সুজুকির ৫ দরজার জিমনির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। সম্প্রতি এই গাড়ি গ্র্যান্ড ভিটারা ও মহিন্দ্রা থারের সঙ্গে লেহতে দেখা গেছে।
2/8

৫ দরজার জিমনি দেশে মহিন্দ্রা থারের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। শোনা যাচ্ছে, আগামী দিনে ৫ দরজার থার আনতে চলেছে মহিন্দ্রা।
3/8

গ্র্যান্ড ভিটারা হল মারুতির প্রথম অল হুইল ড্রাইভ গাড়ি, কিন্তু জিমনি 5-দরজাই হবে প্রথম মারুতি যেটি থারের মতো 4x4 সিস্টেম পাবে৷ এছাড়াও, এটি কম-রেঞ্জ সহ একটি অফ-রোড মোডও পাবে।
4/8

5-সংস্করণটি প্রায় তার 3-দরজা সংস্করণের অনুরূপ, যা আমরা আগে বলেছি। কিন্তু বর্ধিত দৈর্ঘ্যের জন্য নতুন বডি প্যানেল এবং নতুন দরজা ডিজাইনের পাশাপাশি লম্বা হুইলবেস প্রয়োজন।
5/8

এই গাড়িটিকে প্রথমে ইউরোপে ও এখন ভারতে পরীক্ষার সময় দেখে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই গাড়িটি দেশীয় গাড়ির বাজারে প্রবেশ করবে। কিছু মিডিয়া রিপোর্ট বলছে, কোম্পানি এই গাড়িটি ২০২৩ অটো এক্সপোতে লঞ্চ করতে পারে।
6/8

ভারতে লঞ্চের পর এই গাড়িটি সরাসরি প্রতিযোগিতা করবে Mahindra Thar ও Force Gurkha-র মতো গাড়ির সঙ্গে। অফ রোডার হওয়ার কারণে আন্তর্জাতিক গাড়ির বাজারে এই গাড়িটি বেশ পছন্দের হবে।
7/8

জিমনির হুইলবেস 2,550 এমএম, যা তিন-দরজা মডেলের চেয়ে প্রায় 300 এমএম বেশি। দৈর্ঘ্য প্রায় 3,850 এমএম হতে পারে।
8/8

পাশাপাশি দেশীয় বাজারে লঞ্চ মডেলটি ফেসলিফ্ট সহ 1.5-লিটার ক্ষমতার ফোর-সিলিন্ডার K15C পেট্রোল ইঞ্জিন, Ertiga, XL6 এর মতো হাইব্রিড প্রযুক্তি ও নতুন Brezza-র মতো উন্নত স্মার্ট হাইব্রিড প্রযুক্তির সাথেও আসতে পারে। এই ইঞ্জিনটি একটি 5-স্পিড ম্যানুয়াল ও 6-স্পিড ট্রান্সমিশন টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে মিলিত।
Published at : 04 Oct 2022 10:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
