এক্সপ্লোর
New KTM 990 Duke: এই বাইকটি রাইডারদের 'হার্টবিট' বাড়িয়ে দেবে, বিশ্বাস না হলে ছবিগুলো দেখুন

New KTM 990 Duke
1/9

আপনি যদি একটি স্পোর্টস বাইকের প্রতি আগ্রহী হন বা কেনার কথা ভাবেন, তাহলে দেখতে পারেন এই বাইকের দিকে। নজর ফেরাতে পারবেন না।
2/9

নতুন KTM 990 Duke-এ একটি 947cc প্যারালাল-টুইন লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে, যা 123ps শক্তি এবং 103Nm টর্ক দেয়। এতেই রয়েছে বাইকের প্রাণ।
3/9

নতুন KTM 990 Duke এর ফুয়েল ট্যাঙ্ক 14.5 লিটার এবং এর কার্ব ওজন 990 kg। এটি দুটি রঙে কেনা যাবে- ইলেকট্রিক অরেঞ্জ এবং ব্ল্যাক ডিউক। যা গ্লসি পইন্টে রেখেছে কোম্পানি।
4/9

কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যগুলির পাশাপাশি এই স্পোর্টি বাইকে তিনটি রাইড মোড রয়েছে: রেইন, স্ট্রিট এবং স্পোর্ট। এছাড়াও, ব্রিজস্টোন S22 টায়ার দেওয়া হয়েছে।
5/9

ভারতে নতুন KTM 990 Duke লঞ্চ করার বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবে এটি শীঘ্রই বিশ্ব বাজারে পওয়া যাবে এই বাইক।
6/9

এটি কাওয়াসাকি নিনজা ZR1000, Suzuki GSX S1000, Honda CB1000R এবং Yamaha FZ1 এর মতো স্পোর্টস বাইকের সাথে পেয়ার করা হবে যা ইতিমধ্যেই দেশীয় বাজারে উপস্থিত রয়েছে।
7/9

স্পিড পছন্দ করে এমন বাইকারদের জন্য এই বাইক দুর্দান্ত অপশন হতে পারে। তবে আগামী দিনেও এই বাইক ভারতে আসবে কিনা তা নিয়ে কোনও নিশ্চিত বার্তা দেয়নি কোম্পানি।
8/9

বিশেষেক করে কেটিএম-এর কমলা ও কালোর মেলবন্ধন এই বাইকের রঙে একটি দারুণ মাত্রা যোগ করে। অন্য স্পোর্টস বাইক যা দিতে পারে না।
9/9

ভারতের বাজারে কেটিএণকে নিয়ে এসেছে বাজাজ। ইতিমধ্য়েই ভারতে হাস্কাভর্নার মতো বাইক নিয়ে এসেছে বাজাজ। তবে কেটিএম এর মতো ততটা সাফল্য পায়নি এই বাইকগুলি।
Published at : 10 Nov 2023 08:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
