এক্সপ্লোর
Toyota Camry Hybrid: টয়োটা ক্যামরি হাইব্রিড মানেই সবার থেকে আলাদা, কেন এত চাহিদা গাড়ির ?
Toyota Camry Hybrid
1/9

গাড়ি কিনতে গিয়ে এখন পেট্রোল-ডিজেলের (Petrol Cars) বাইরেও ভাবছেন ভারতীয় ক্রেতারা। দেশ যেখানে ইভি নিয়ে মাতামাতি করছে সেখানে হাইব্রিডও যে যথেষ্ট দক্ষ, তার প্রত্যক্ষ প্রমাণ টয়োটা ক্যামরি হাইব্রিড (Toyota Camry Hybrid)। এক কথায় বলা যেতে পারে , ক্যামরি হাইব্রিড মানেই পাওয়ারের সঙ্গে পারফরম্যান্স।
2/9

বর্তমানে হাইব্রিড সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে। আজকাল এই প্রযুক্তি অল্প সংখ্যক গাড়িতে পাওয়া যায়। তাসত্ত্বেও হাইব্রিডগুলি বেশ জনপ্রিয়। সহজ কথায়, আপনি বেশিরভাগই বৈদ্যুতিক শক্তি দিয়ে শহরের চারপাশে গাড়ি চালাতে পারেন। তবে শহরের বাইরে যাওয়ার সময় আপনি পেট্রোল ইঞ্জিন ব্যবহার করবেন।
Published at : 28 Mar 2024 10:51 AM (IST)
আরও দেখুন






















