এক্সপ্লোর
Happy New Year 2023: গাড়ি চালানোর সময় শরীরে কতটা অ্যালকোহল থাকলে ধরবে পুলিশ ?
Drink And Drive: নতুন বছরে পা দেওয়ার আগে মাথায় রাখতে হবে এই নিয়মগুলি। মদ্যপান করে গাড়ি চালালে বছরের শুরুতেই লাগবে বড় ধাক্কা। সেই ক্ষেত্রে জেনে নেওয়া উচিত ট্রাফিক নিয়ম।
কতটা মদ্যপান করে গাড়ি চালালে 'ছাড়' ?
1/8

নতুন বছরে পা দেওয়ার আগে মাথায় রাখতে হবে এই নিয়মগুলি। মদ্যপান করে গাড়ি চালালে বছরের শুরুতেই লাগবে বড় ধাক্কা। সেই ক্ষেত্রে জেনে নেওয়া উচিত ট্রাফিক নিয়ম।
2/8

দেশের ট্রাফিক নিয়ম বলছে,মদ্যপান করে গাড়ি চালানো অপরাধ। যে ব্যক্তি এই কাজ করবে তাকে ধরলেই চালান কাটবে পুলিশ। পরিস্থিতি অনুযায়ী জেল হতে পারে অভিযুক্তের। আপনি যদি প্রথমবার অ্যালকোহল নিয়ে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
Published at : 31 Dec 2022 05:18 PM (IST)
আরও দেখুন





















