ATM Cloning: নিঃস্ব হতে পারেন আপনিও ! এটিএম ক্লোনিং কি জানেন ?
By : abp ananda | Updated at : 07 Feb 2022 10:25 PM (IST)
ATM_Cloning.
1/8
আজকাল প্রতিটি ব্যাঙ্কই এটিএম কার্ড ও ডেবিট কার্ড একই সঙ্গে ইস্যু করে। সেই কারণে আপনি ডেবিট কার্ডের মাধ্যমেই অনলাইনে লেনদেনও করতে পারেন। তবে দেশের সাইবার অপরাধের পরিসংখ্যান বলছে, এটিএম-এর ক্রমবর্ধমান প্রয়োজন বৃদ্ধির সাথে সাথে দ্রুত বাড়ছে এটিএম জালিয়াতির সংখ্যা। (PC: Unsplash)
2/8
আপনার নগদ হাতাতে প্রতারকরা এখন এটিএম ক্লোনিং শুরু করেছে। অনলাইন লেনদেনের মাধ্যমে এটিএম মেশিনে কিছু পরিবর্তন করে আপনার টাকা হাতাতে পারে প্রতারকরা। যার ফলে নিঃস্ব হতে পারেন আপনি। (PC: Unsplash)
3/8
ATM Cloning used Cyber Criminal:গত কয়েক বছরে দেশে দ্রুত হারে বেড়েছে এটিএম-এর ব্যবহার। মানুষ আজকাল ব্যাঙ্কে লাইন দিয়ে টাকা তুলতে পছন্দ করেন না। ব্যাঙ্কে বেশি সময় নেওয়ায় এটিএম থেকে বেশি টাকা তুলতে পছন্দ করেন এটিএম কার্ড হোল্ডাররা। (PC: Freepik)
4/8
অনেক সাইবার অপরাধী এটিএম মেশিনে ক্যামেরা লুকিয়ে রাখে। এই লুকোনো ক্যামেরার মাধ্যমে আপনার কার্ড নম্বর ও পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য জেনে নেয় তারা। পরে একটি বিশেষ ধরনের ডিভাইস ইনস্টল করে আপনার কার্ড ক্লোন করে এই জালিয়াতরা। কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তারা।(PC: Unsplash)
5/8
নির্দিষ্ট সময়ে-সময়ে পিন পরিবর্তন করতে থাকুন। এর সাথে এটিএম থেকে টাকা তোলার সীমাও সেট করে নিন। এর ফলে এটিএম ক্লোলিং হলেও সীমিত পরিমাণ অর্থ তুলতে পারবে প্রতারকরা। আপনার কাছে সেই নোটিফিকেশনও পৌঁছে যাবে।
6/8
আগেই সতর্ক হোন।এটিএম কার্ডের ক্লোনিং এড়াতে এটিএম মেশিনে কার্ড ঢোকানোর আগেই মেশিন ও পাশের জায়গাটি পরীক্ষা করে নিন।কিপ্যাডের উপরের অংশটিও দেখে নিন। এই ধরনের এটিএম ক্লোনিং ডিভাইস সাধারণত জনবসতি কম এরকম জায়গায় ইনস্টল করা হয়।
7/8
মনে করে কিপ্যাডে পাসওয়ার্ড টাইপ করার সময় হাত দিয়ে তা লুকিয়ে নিন। এর ফলে আপনার পাসওয়ার্ড অন্য কেউ দেখতে পাবে না। এর পাশাপাশি ম্যাগনেটিক কার্ডের পরিবর্তে ইএমভি চিপের এটিএম কার্ড ব্যবহার করুন। ব্যাঙ্কে অবলম্বে এই কার্ডের জন্য আবেদন করুন। কারণ এর কার্ড ক্লোন করা সহজ নয়।(PC: Unsplash)
8/8
POC মেশিন শপিং মলে OTP ছাড়াই লেনদেন করে। তাই ব্যাঙ্কে যান ও একটি সুরক্ষিত কার্ড নিয়ে নিন। যা কেবল OTP-র মাধ্যমে লেনদেন সম্পন্ন করবে। আপনার কার্ডে একটি টাকা তোলার সীমা সেট করুন, যাতে ক্লোনিং বা জালিয়াতির ক্ষেত্রে শুধুমাত্র সীমিত পরিমাণ অর্থ তোলা যায়।