এক্সপ্লোর
Health Scheme: কেন্দ্র সরকারের এই স্বাস্থ্য স্কিমে ৫ বড় বদল, কারা কী সুবিধে পাবেন এবার ?
CGHS Scheme: সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে এসেছে ৫ বড় বদল। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল চিকিৎসা প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও ডিজিটাইজ করে তোলা।
সরকারি স্বাস্থ্য স্কিম নিয়ে এল ৫ বড় বদল
1/10

স্বাস্থ্যবিমা এখনকার দিনে একটি অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। কিন্তু কেন্দ্র সরকারি কর্মীদের ক্ষেত্রে এই বিমা সরকারের তরফ থেকেই করানো হয়।
2/10

কেন্দ্র সরকার তাদের কর্মীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রকল্প পরিচালনা করে থাকে। সম্প্রতি কেন্দ্র সরকার তাদের CGHS স্কিমে বড় বদল এনেছে।
3/10

সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে এসেছে ৫ বড় বদল। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল চিকিৎসা প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও ডিজিটাইজ করে তোলা।
4/10

এখন আর রোগীদের হাসপাতালে গিয়ে দীর্ঘ লাইন দিতে হবে না, বারবার কাগজপত্র দেখাতে হবে না এবং স্লিপ নিয়ে যাওয়ার মত সমস্যাতেও পড়তে হবে না।
5/10

স্বাস্থ্য মন্ত্রকের তরফে সরকারের এই প্রকল্পের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখন এর মাধ্যমে বাড়ি থেকেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
6/10

তাদের ওপিডিতে লাইন দিয়েও দাঁড়াতে হবে না। ডিজিটাল স্লিপ ও রিপোর্ট এই অ্যাপেই পাওয়া যাবে। সিজিএইচএস কার্ড অ্যাপ থেকেই করা যাবে ডাউনলোড।
7/10

এখন থেকে এই স্কিমের সুবিধেভোগী প্রত্যেক ব্যক্তিকে তাদের প্যান কার্ডের সঙ্গে যুক্ত একটি ইউনিক আইডি দেওয়া হবে। এতে পরিবারের সমস্ত মেডিকেল রেকর্ড একত্রে থাকবে।
8/10

এখন থেকে ৭০ বছর বা তাঁর বেশি বয়সী পেনশনভোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য রেফারেলের প্রয়োজন হবে না। আগে এই বয়সসীমা ছিল ৭৫ বছর।
9/10

এছাড়াও বেসরকারি হাসপাতালে দেখানোর জন্য এই রেফারেল ৩ মাসের জন্য বৈধ থাকবে বলেও জানানো হয়েছে।
10/10

অক্সিজেন কনসেন্ট্রেটরের মত প্রয়োজনীয় মেশিন অনলাইনে আবেদন ও অনুমোদনের সুবিধে চালু হয়েছে, আগে এই প্রক্রিয়া ওয়েলনেস সেন্টারে গিয়ে করতে হত। এর অনুমোদন পেতে আগে ২০ দিন সময় লাগত যা এখন মাত্র ৫ দিনে পাওয়া যাবে। এই স্বাস্থ্য প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য এসএমএস বা ইমেলে পাবেন আপনি।
Published at : 04 Jul 2025 04:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























