এক্সপ্লোর
Aadhar Card Update: খুব সহজেই পাল্টানো যায় আধার কার্ডের ছবি, কিন্তু কতবার বদলানো যায় জানেন কি ?
Aadhar Card Photo Update: আধার কার্ডে অনেক ছোট বয়সের ছবি আছে, এখনও পাল্টাননি ? তবে এবার সহজেই পালটে ফেলতে পারবেন ছবি। কীভাবে ? কতবার পাল্টাতে পারবেন জানেন ?

ছবি- পিটিআই
1/8

আধার কার্ডে অনেক পুরনো ছবি আছে ? বদলাতে চাইছেন এখন ? কোনও সমস্যাই নেই। এবার সহজে বদলে ফেলা যাবে আধারের পুরনো ছবি। কীভাবে করবেন জানেন ? ছবি- পিটিআই
2/8

যাদের মাত্র ৫ বছর বয়স আধার কার্ড করানো হয়েছে বা যাদের বয়স ১৫-র নিচে, তাঁদের ১৬ বছর হলেই একবার আধার কার্ডে ছবি আপডেট করা আবশ্যক। ছবি- পিটিআই
3/8

UIDAI-এর নির্দেশিকা অনুসারে, আধার কার্ডের ছবি আপডেট করার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক তথ্যও আপডেট করে ফেলতে হবে। ১৫ বছর বয়স পেরোলেই এই আপডেট করা আবশ্যিক। নিয়মানুসারে, ১৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে প্রত্যেক দশ বছর অন্তর আধার কার্ড আপডেট করাতে হবে। ছবি- পিটিআই
4/8

তবে অনলাইনে ছবি বা অন্যান্য বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না। UIDAI-এর ওয়েবসাইটের মাধ্যমে কেবলমাত্র আধারের ঠিকানা আপডেট করা যায়। ছবি- পিটিআই
5/8

আধারের ছবি বা বায়োমেট্রিক আপডেট করার জন্য নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আপনি অবশ্যই আধার সেবা কেন্দ্রে (ASK)-এ গিয়ে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। ছবি- পিটিআই
6/8

ছবি আপডেট করার আগে UIDAI-এর ওয়েবসাইটে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার খুঁজে নিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপর সেই বুকিং সময় অনুযায়ী আধার সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ছবি- পিটিআই
7/8

বায়োমেট্রিক বিবরণ যাচাই করার পর এনরোলমেন্ট সেন্টারে খুব সহজেই ছবি আপডেট করে নেওয়া যায়। এক্ষেত্রে আলাদা করে কোনও নথির দরকার পড়ে না। ছবি- পিটিআই
8/8

ছবি পরিবর্তন বা আপডেটের জন্য ১০০ টাকা ধার্য করা হয়। ছবি আপডেটের আবেদন জমা করার পরে এনরোলমেন্ট সেন্টার থেকে একটা স্লিপ দেওয়া হবে। আবেদনের ৯০ দিনের মধ্যেই ছবি আপডেট হয়ে যায় আধারে। ছবি- পিটিআই
Published at : 10 Feb 2024 06:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
