এক্সপ্লোর
Report Online Fraud : অনলাইন প্রতারণার শিকার ? কীভাবে দায়ের করবেন অভিযোগ ? কোন পথে সুরাহা ?
ডিজিট্যাল যুগে জগত এখন হাতের মুঠোয়।অনলাইন নির্ভরতা যেমন বেড়েছে, তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও।অনলাইন প্রতারণার কবলে যদি পড়েন, তাহলে কী করতে হবে জানেন ? কোথায়, কীভাবে অভিযোগ করবেন ?
Online Fraud
1/10

সময়ের সঙ্গে অনলাইন প্রতারণার ধরণ বদলেছে। তবে প্রতারণার কবলে পড়লে ভারতীয় আইটি অ্যাক্ট অনুসারে অভিযোগ দায়ের করা যাবে যে কোনও সাইবার সেলে। কিন্তু তার আগে কয়েকটা পদক্ষেপ করে নেওয়াই শ্রেয়।
2/10

ব্লক- অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোওয়ালে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করাতে হবে। অভিযোগ দায়ের করার আগে কার্ড ব্লক করা প্রয়োজনীয়।
Published at : 25 Jul 2023 10:20 AM (IST)
আরও দেখুন






















