এক্সপ্লোর
Swasthya Sathi Card: চিকিৎসকের ফি, ওষুধের খরচও কি মেলে স্বাস্থ্যসাথী কার্ডে ?
WB Govt. Scheme: রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধে দেওয়া হয়েছে রাজ্যবাসীকে আর এই প্রকল্পের নামই স্বাস্থ্যসাথী।

ছবি- স্বাস্থ্যসাথী প্রকল্পের ওয়েবসাইট থেকে
1/10

পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্পের তালিকায় স্বাস্থ্য পরিষেবার দিক থেকে 'স্বাস্থ্যসাথী' প্রকল্প অন্যতম। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
2/10

এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং সরকারি প্রকল্পের আওতায় সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
3/10

এই পরিষেবার সমস্ত খরচই বহন করবে রাজ্য সরকার। এর মাধ্যমে প্রত্যেক পরিবার বিমার আওতায় থাকবেন। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
4/10

স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। স্বাস্থ্যবিমা পাবেন ৫ লক্ষ টাকার। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
5/10

এই প্রকল্পটি মূলত ক্যাশলেস স্কিমের অধীনে। অর্থাৎ কোনু জটিল রোগের কারণে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার জন্য আগে থেকে রোগীকে কোনও নগদ টাকা-পয়সা দিতে হবে না। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
6/10

এমনকী কোনও নথিও আলাদা করে জমা করতে হবে না। শুধুমাত্র কার্ড দেখালেই এই চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
7/10

রোগী যদি হাসপাতালে ভর্তি হন, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৫ দিন পর্যন্ত বিনামূল্যে রোগীর ওষুধ দেওয়া হবে। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
8/10

এছাড়া হাসপাতালে যাওয়া ও হাসপাতাল থেকে বাড়ি আসার জন্য যাতায়াত খরচ বাব্দ ২০০ টাকা ধার্য করা হয়েছে এই প্রকল্কের অধীনে। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
9/10

তবে জানা গিয়েছে, রোগী যদি চিকিৎসকের কাছে দেখানোর পর এবং ওষুধ খাওয়ার পর সুস্থ না হয়ে হাসপাতালে ভাল চিকিৎসার জন্য ভর্তি হন, তবেই একমাত্র রোগীর চিকিৎসকের ফি এবং ওষুধের টাকা দেওয়া হবে প্রকল্পের অধীনে। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট
10/10

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় পড়ে না। রোগী হাসপাতালে ভর্তি হলেই একমাত্র প্রকল্পের সুবিধে নেওয়া যায়। ছবি- www.swasthyasathi.gov.in ওয়েবসাইট । তথ্যঋণ- স্বাস্থ্যসাথী প্রকল্পের ওয়েবসাইট
Published at : 22 Feb 2024 12:59 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
